কোথাও একবিন্দু সৌন্দর্য নেই

অপরাধীর নিশ্চয়তার নামই অপশাসন;
বিচার কে চাইবে আর কে করবে বিচার;
সাধারণ খুঁজে চলে একচিলতে আশ্রয়
সাধারণ খুঁজে ফেরে মহান এক মানুষ
কোথাও শান্তি নাই, শানিত আঁধারে থমকে গেছে
আধিপত্য বেজে তোলে অপরাধের দামামা
শুভ্রতার বিলম্ব প্রতীক ঢেকে গেছে সাগর জলে।
কোথাও সুস্থতা নাই কোথাও সুস্থতা নেই
কোথাও একবিন্দু সৌন্দর্য নেই ;
কোথাও নেই সততার প্রলুব্ধ নিয়ম ;
অপরাধীর বিবেকহীনতার নাম বিচার
অপরাধীর অপশাসনের নামই হয় সরকার
অসুস্থ রূপ তোমার কোনোকাল সুস্থতা দেখেনি।

3 thoughts on “কোথাও একবিন্দু সৌন্দর্য নেই

  1. “কোথাও শান্তি নাই, শানিত আঁধারে থমকে গেছে
    আধিপত্য বেজে তোলে অপরাধের দামামা
    শুভ্রতার বিলম্ব প্রতীক ঢেকে গেছে সাগর জলে।”

    বৈশ্বিক পরিবেশের পাশাপাশি আমাদের মানসিকতারও বোধকরি পরিবর্তন হচ্ছে।

  2. অপরাধীর অপশাসনের নামই হয় সরকার
    অসুস্থ রূপ তোমার কোনোকাল সুস্থতা দেখেনি।


    এ সত্যিই ভাবনার বিষয়।

  3. কোথাও নেই সততার প্রলুব্ধ নিয়ম ;
    অপরাধীর বিবেকহীনতার নাম বিচার
    অপরাধীর অপশাসনের নামই হয় সরকার https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।