নেই যেখানে ইতি

সরিষা-ক্ষেত-থেকে-চরমপন্থি-নেতার-লাশ-উদ্ধার-700x336

এখনও ইচ্ছে করে কোন পূর্ণিমা রাতে
রবি ঠাকুরের জোছনা ভেজা পথে
রজনীগন্ধা সুবাস নিয়ে
মানসীর স্বপ্ন রাঙ্গা হাতে হাত রেখে
চলে যাই অনেক দূরে-
যেখানে জল আসবে না চোখে
আর থাকবে না সুকান্তর ঝলসানো রুটি।

এখনও ইচ্ছে করে ঝর ঝর বাদল দিনে
সুকুমার ছন্দে পায়ে পায়ে হারিয়ে যাই
মেঠো পথ প্রান্তরে,
নয়ত যেখানে থরে থরে সাজানো
সরষে ফুলের পাশে হলুদ আচলে বিছানো মায়া ঘিরে
জসীম উদ্দিনের মটর সুটি।

এখনও ইচ্ছে করে শিমুল পলাশের ফাগ মেখে
জোনাকি প্রদীপ হাতে নিয়ে বসন্ত রাতে
জয়নুলের ছবি হয়ে
জীবনানন্দের ধানসিঁড়ি নদীর বুকে পাল তুলে
স্বপ্নের দেশে যাই ছুটি।

দুরন্ত ইচ্ছে গুলো রেখেছি বেধে।
চক্ষুহীন ঘুণে ধরা সমাজে নিষেধের বেড়া
ভেঙ্গে পারে না মেলতে ডানা দূর নীলিমায়,
শুধু গুমরে ফিরে অন্ধ নীল কারাগারে।

তাই ইচ্ছে করে শিকল ভেঙ্গে
হৃদয়হীন সমাজের অন্ধ শাসন ভেঙ্গে
নজরুলের বিদ্রোহী আগুন জ্বেলে
ছিনিয়ে আনি প্রিয়তমার
মেহেদী রাঙ্গা হাত দুটি।।

13 thoughts on “নেই যেখানে ইতি

  1. কমপ্লিটলি সুন্দর লিখা। ভালো লাগে সহজ লিখা।
    শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা প্রিয় বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. এখনও ইচ্ছে করে কোন পূর্ণিমা রাতে
    রবি ঠাকুরের জোছনা ভেজা পথে

    রবি ঠাকুরের ভেজা পথে আমারও যেতে মন চাইছে।

  3. দুরন্ত ইচ্ছে গুলো রেখেছি বেধে।
    চক্ষুহীন ঘুণে ধরা সমাজে নিষেধের বেড়া
    ভেঙ্গে পারে না মেলতে ডানা দূর নীলিমায়,
    শুধু গুমরে ফিরে অন্ধ নীল কারাগারে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. সালাম দাদা,পাইনি শব্দনীড় এখন নতুন সারভারে তাই পাওয়া গেলোনা ,হারিয়ে গেলো কিছু।শভ কামনা

মন্তব্য প্রধান বন্ধ আছে।