প্রবাসী কথন-১

জীবনের মানে আশা, ভরা ছিল খামের ভিতর
বরফের বিছানায় পাথরের লাশ প্রাণহীন নিথর
এই পাথর একদার খাঁড়ি, বাজিয়েছে ঝর্ণার তান
রাজকন্যার ধূলিমেঘ স্পর্শে তার প্রফুল্ল বাগান
এমন প্রফুল্ল ফুল জাহাজ আকাশের সওয়ারী
বাতাসে ভাসান দেয়া, পুড়ে যায় সততার গাড়ী

এখন পাথর দিন, প্রবাসে মুদ্রিত পাথরের লাশ
বরফের তাপে জ্বলে পাথরেরা অভ্যাসের দাস।

2 thoughts on “প্রবাসী কথন-১

  1. ধারাবহিকের প্রথম লিখাটি পড়লাম প্রিয় মকসুদ ভাই। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।