এই দেখো আয়নায়
একটা ট্রেন হুঁশ করে চলে গেল
গন্তব্যের ইশারায়…
চোখ থেকে লাফিয়ে লাফিয়ে কাশবন
নির্দ্বিধায় পার হল
সিনাইয়ের চূড়া;
কয়েকটা খাঁড়ি।
ট্রেনটা ফিরে এল না অথচ
রেললাইনের স্লিপার থেকে পাথরগুলো
পায়ে পায়ে হেঁটে হেঁটে এল
কাশবনের কাছে
এবং অতঃপর…
আয়নার পারদটুকু
খেয়ে ফেলল দ্বিধাহীন।
বসন্ত দিনের শুভমিতি প্রিয় কবিবন্ধু তুবা। শুভ সন্ধ্যা।
বিশেষ ধন্যবাদ বন্ধু আজাদ ভাই।
বসন্তের শুভেচ্ছা তুবা । ভালো থাকিও ।
তুমিও ভালো থেকো নাহার।
খুব সুন্দর লিখা
মুগ্ধকর!
ধন্যবাদ কবি দাউদ ভাই।
বসন্ত শুভেচ্ছা প্রিয় কবি….
শুভেচ্ছা কবি ভাই।
রেললাইনের স্লিপার থেকে পাথরগুলো

পায়ে পায়ে হেঁটে হেঁটে এল
কাশবনের কাছে
এবং অতঃপর…
আয়নার পারদটুকু
খেয়ে ফেলল দ্বিধাহীন।
ধন্যবাদ ভাই।
অনেক আগের এই লিখাটি পড়ার সুযোগ হয়নি আপা। আজ পড়লাম।
খুশি হলাম সাজিয়া আফরিন আপা।
জীবন এমনই। শুভেচ্ছা কবি আপা।
ধন্যবাদ কবি সুমন ভাই।
ভালোবাসাময় ভালোবাসা কবি বোন শাকিলা তুবা।
সম্মানিত হলাম কবি সৌমিত্র দা।
অনেক শুভকামনায় ভাল থাকুন দিদি ভাই।
শুভেচ্ছা কবি রিয়া দি।
খুব ভালো লাগলো ।



ধন্যবাদ কবি।
শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি দিদি।
ধন্যবাদ দাদা।