কী এক অদম্য, অবাধ্য আকর্ষণ
কাগজের অপেক্ষায় কলমের
দুর্নিবার খাপ খুলে বসে থাকা।
মানুষের যন্ত্রণা, আনন্দ, ভালোবাসা- বিরহের
কথকতা অস্থির- উন্মাতাল রিফিলের মুখাগ্রে-
যেন উন্মুক্ত করে দেবে লুক্কায়িত
সুক্ষ কপটতার বদ্ধ কপাট।
স্বচ্ছ কাগজের উপরিভাগে কুৎসিত
নোংরামীর প্রলেপ,
পশ্চাতে ষড়যন্ত্রকারীর সুকৌশলে
আক্রমনের মহড়া।
লেখাযোগ্য একটি কাগজ পেলে
নির্ভয়ে নিঃশঙ্কচিত্তে লিখে যাবে
তোমাদের অজানা কাহিনী।
16 thoughts on “অপেক্ষা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
লেখাযোগ্য একটি কাগজ পেলে নির্ভয়ে নিঃশঙ্কচিত্তে লিখে যাবো তোমাদের অজানা কাহিনী। ___ এটাই ভালো ভাই। শুভেচ্ছা রইলো।
আপনার জন্যও রইল শুভ কামনা।
নির্ভার শুভামনায় ভালোবাসা জামান ভাই। এগিয়ে চলুন যতটা পারা যায়। শুভরাত্রি।
অশেষ ধন্যবাদ
অপেক্ষা সময়ের বাড়তি শুভেচ্ছা জানিয়ে গেলাম দাদা। আজ যাই।
কৃতজ্ঞতা ও শুভাশিষ।
আবার দেখা হবে কথা মি. জামান আরশাদ। অপেক্ষায় শুভ সকাল।
হয়তো হবে, নয়তো নয়।
পৃথিবীর সকল লেখকদের নমস্কার! লেখকেরা বেঁচে থাকুক, লেখা হয়ে থাকুক ইতিহাস হয়ে।
শুভকামনা।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
সুন্দর একটি লিখা পড়লাম
ধন্যবাদ আপনাকে।
ট্যাগ লাইন যেহেতু কবিতা, সুতরা্ং অপেক্ষার কবিতাই ধরে নেয় যাক।
একেকজনের দৃষ্টিভঙ্গি একেকরকম হতেই পারে।
কবিতা পোস্টের জন্য শুভেচ্ছা পোস্টদাতা।
ধন্যবাদ ও শুভ কামনা ।