প্রবাসী কথন-৩

শুয়ে থাকতাম জ্যোৎস্নার উঠানে
মনের অন্দরে ঢুকে যেত নীল চাঁদ
ভোরের কুয়াসায় জেগে উঠতো দুরের নদী
লাঙ্গলের ফলা কাঁধে চেখে নিতাম দুধের স্বাদ।

একদিন লতাগুল্মে আঁটকে গেলে পা
হতাশার ঝড় উঠে, আমাবস্যা নেমে আসে পথে
কি ভাবে মিলাবে এই আঁধার, কোন ম্যাজিকে
সাগর ওপারে সোনা ফলে, সাঁতরাই স্বপ্নের রথে।

লাঙ্গলের ফলায় মরচে ধরেছে, গাঁথেনা মাটিতে আর
স্বর্ণ পেয়েছি স্বস্তি পাইনি ছিঁড়েছে চাঁদের তার…

3 thoughts on “প্রবাসী কথন-৩

  1. ভালো মন্দ মিশায়ে প্রবাস জীবন। প্রবাসী কথনে শুভেচ্ছা রইলো প্রিয় মকসুদ ভাই।

  2. খুব সুন্দর ভাল লাগল ভাল থাকুন

মন্তব্য প্রধান বন্ধ আছে।