ভালোবাসা আছে কিনা এটা কোনো প্রশ্নই নয়
জিজ্ঞাসা হল, হৃদয় রয়েছে তো? না হলে তাকে
আবিষ্কার করো। টেবিলফ্যানের হালকা হাওয়ার
মধ্যে, পাগলা হাতির পুরো গ্রাম দুরমুশ করে
একটা শিশুকে অক্ষত রাখার মধ্যে তাকে চিহ্নিত
করো আর এই লব্ধপ্রতিষ্ঠ মন নিয়ে বেরিয়ে পড়ো পথে
কিন্তু যদি আমার সঙ্গে দেখা হয়, ভেবো না
কখনই নিষ্কণ্টক পথ চেয়ে বসবো, বরং
দাবী করবো একজোড়া চোখ; যেভাবে আমি
কোনওদিন মাথা ঘামাইনি আগুন নিয়ে
কিন্তু প্রার্থনা করেছি শীতকাল, কেন না
সনির্বন্ধ শীতই বয়ে আনতে পারে অগ্নিরথ…
3 thoughts on “(পুরনো লেখা) অগ্নিরথ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অনেক সুন্দর কবিতা। অভিনন্দন প্রিয় চন্দন দা। আদাব।
কিন্তু প্রার্থনা করেছি শীতকাল, কেন না
সনির্বন্ধ শীতই বয়ে আনতে পারে অগ্নিরথ…
শুভেচ্ছা নিন কবি।