এসো আর একবার ভাতের প্রার্থনা করি
আজ নিমন্ত্রণ পত্র পাঠায় নাই ঈশ্বর
হা করে আছে শতকোটি মুখ।
আমার গরীব বাবার বুকের ভেতর যখন
বিশ্বাসের ভাবটা পয়দা হলো তখন
সারাদিনমান প্রার্থনা দুঃখতাপে ব্যথিত চিত্তে
গুচ্ছ গুচ্ছ ভাবনাগুলো পরিণত হতে থাকে মঙ্গলভাতে
মূলত ভণ্ডামির মুখোশ খুলে দিলে মানুষের মৃত্যু হয়
এইযে ভুখা মিছিল,আদিগন্ত বিস্তৃত প্রার্থনা
ভাতের পৃথিবীতে ফেলানীদের করুণ মৃত্যু
তবুও সবার নির্লোভ প্রার্থনা –
“আমার সন্তান যে থাকে দুধে – ভাতে”।
আমাদের প্রার্থনাও তাই। অনেক শুভেচ্ছা আপনার জন্য।
ব্যস্ততা কমলে শব্দনীড় আপনার সঙ্গ পেতে ইচ্ছুক। ধন্যবাদ কবি।