একদিন পড়েছিলাম— আমাদের দেশে হবে সেই ছেলে কবে?
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
কোথায় সেই দস্যি ছেলেরা আজ?
মানুষের কল্যাণে যে করবে কাজ।
কোথায় সেই ছেলেদের উদার মন?
যে দুঃসময়ে মানুষকে করবে আপন।
কোথায় সেই ছেলের সুন্দর সমাজের পণ?
ঘরে ঘরে জ্বালিয়ে আলো করবে গঠন।
কোথায় সেই ছেলে, অন্যের রক্ত দেখে কাঁদে মন?
যে কিনা করবে অত্যাচার নিপীড়ন দমন।
কোথায় আজ সেই আদর্শিত ছেলে?
মিথ্যারঝুড়ি ছেড়ে সত্যের কথা বলে।
কোথায় সেই বীর সোনার ছেলের দল?
ইঞ্চি ইঞ্চি সোনার মাটি করবে সমুজ্জ্বল।
ওরা কি হতে পেরেছে সেই ছেলে তবে?
যারা কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
চমতকার সাহারাজ, অসাধারণ!
অনেক অনেক শুকরিয়া।
শুভেচ্ছা নিবেন।
সাহারাজ ভাই….মুগ্ধ
অনেক অনেক শুকরিয়া।
শুভেচ্ছা নিবেন
কোথায় সেই ছেলের সুন্দর সমাজের পণ?
ঘরে ঘরে জ্বালিয়ে আলো করবে গঠন।
__ এমন আলোকবর্তিকার সন্ধানে পুরো জাতি। আপনাকে ধন্যবাদ কবি।
আলোকিত হোক পুরো জাতি।
ধন্যবাদ ও শুভ কামনা জানবেন।
যথার্থ কবিতা!!
শুকরিয়া কবি ভাই।
শুভেচ্ছা নিবেন।
ভালো লাগল
শুকরিয়া ভাইজান।
শুভেচ্ছা নিবেন।
চমৎকার অনেক অনেক শুভ কামনা সাহারাজ দা
শুকরিয়া।
আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা।
বেশ ভাল লেগেছে।
অনেক অনেক শুকরিয়া।
শুভেচ্ছা নিবেন।