আরও কতো মহৎ হতে বলছো আমায়
সেই কবেই ছেড়েছি ঈশ্বরের মোহ, জূয়ার টেবিল
বসন্তের মদ, খরস্রোতা নদীর মতো নারী সঙ্গ
পৃথিবীর পৃষ্ঠদেশে পা রেখে ঘুরছি গোটা বিশ্বব্রহ্মান্ড
খেরো খাতার ভাবনাগুলো ইজারা দিয়েছি তোমার কাছে
আরও কতো ছোট হতে বলো আমায়
বিনয় শিখতে শিখতে হয়ে গেছি শীতের বিকেল
খুব দ্রুতেই আঁধার নেমে আসে ললাট জুড়ে এখন
ক্রমাগত হেঁটেই চলেছি সহস্র মাইল পথ
জলের গভীরে ডুবতে ডুবতে জলাঞ্জলি দিয়েছি সব
তবে পুনর্জাগরণ হোক সকল নক্ষত্ররাজীর
সম্মোহনীবিদ্যা ছাড়াই পাপ এবং সাপের বাস একত্রে হলে
অন্ধকার জরায়ু ছিঁড়ে একদিন বেড়িয়ে আসবে মানুষ
উন্মাতাল মানুষগুলোর নদীগন্ধের দিকে যাত্রা শুরু হলে
আগুন ঢেউয়ের সাথে খেলবে জীবনবাজি খেলা।
শুভেচ্ছা নিন কবি।
শুভ সকাল প্রিয় কবি মোকসেদুল ইসলাম।
যখনি আপনার কবিতা পড়ি একটা ভাল লাগায় আপ্লুত হয়ে পড়ি। শুভ কামনা আপার প্রতি।
আমার ঠিক জানা নেই। ‘কতো’ হয়তো ‘কত’, ‘নারী সঙ্গ’ শব্দটি সমাসবদ্ধ হিসেবে লিখলে সংযুক্ত করতে হবে। খেরোখাতা। সম্মোহন বিদ্যা। তেমনভাবে খুব দ্রুত না লিখে একটি শব্দ দিলে ভালো হয়। আপনার কবিতা সবসময় সুন্দর।ভালো থাকুন।