বোকার সমাজ

সবাই ব্যস্ত নিজের নিজের সুখের খোজে,
কেউকেউ আবার সব সহ্য নির্বাক মুখ বুজে

কিছু মানুষ নিতান্তই বোকা দুঃখের প্রকাশ রাগে, শোকে, তেজে।
বোকা তুই বুঝবি কি রে; জীবনে সুখদুঃখ সেতো প্রতিটি ভাজে।

নিত্য মরার হয়না দাফন ব্যস্ত যে যার কাজে,
বোকার সমাজে বিজ্ঞ সে যে মুখোশধারী বাজে।

নিত্য মানুষ নিত্য পাপে মোহের টানে মজে,
লোভ, ঘৃণা, নিন্দা; নিন্দনীয় তবুও মানুষ ভজে।

4 thoughts on “বোকার সমাজ

  1. নিত্য মানুষ নিত্য পাপে মোহের টানে মজে।
    সঠিক বলেছেন। বোকার সমাজ অথবা সমাজের বোকা মানুষ আমরা।

    শুভেচ্ছা এবং স্বাগতম মি. উজান অমিত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আমি সম্ভবত এই প্রথম পড়লাম আপনার লেখা। অনেক ভাল লেগেছে কবিতা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।