আজকাল কি একটু একটু বদলে যাচ্ছি আমি? তবে কি নিজের অজান্তেই ? একটু একটু করে বদলে যাচ্ছি রোজ? অবশ্য আজকাল সবকিছুতেই এক ভালোলাগা মিশে থাকে।
আমি রোজই আমার ঘরের প্রতিটি কোনের সাথে কথা বলি, দূরের ওই আম গাছটাকে রোজ বলি কত সুন্দর হয়েছে সে, মুকুলে মুকুলে ভরে গিয়ে। ঝাঁকড়া নিমগাছের কাছে গল্প শুনি কাক দম্পতির। ছাদের কার্নিশে বসে থাকা পায়রাদের কাছে শুনি সারাদিনের নানা কথা। আর আকাশভরা তারাদের মাঝে নিজেকে হারাই আবার খুঁজি। অদ্ভুত ভাললাগায় মন ভোরে ওঠে। হালকা একটা হাসি খেলে যায় ঠোঁটের পাশে।
আজকাল আমাকে ভালোলাগা গুলো ছুঁয়ে থাকে। তাই মনে হয় কাল-আজ-কাল নিয়ে ডুবুরির মতো সময় ভাবায়। ডুবে থাকি বিশ্বাসে-অবিশ্বাসে। ঠিক কি পেয়েছি,কি পাইনি, কি যে চেয়েছি, কি চাইনি-
কোন পথে মাঝপথ কাঁটাগুলো শেষ। কোন পথে কাঁটাগুলো শুরু। হিসেব করিনা আর। আজ বারবার মনে হয় সামনের কোন পথের বাঁক পেরোলেই, সেই মেঠো পথের শুরু। সেই আলপথ, যে পথ কবে থেকে আমার আসার অপেক্ষায় বসে আছে, যে পথের মাঠে বাজে বাঁশী, মন কেমন করা সুর।
জানিনা আমার সেইখানে যাওয়া হবে কি না,আলোটা যদি নিভে যায় সে বাঁকের কোন ফাঁকে? যদি দিকভুল করে ফেলি আমি, যদি কোথাও হোঁচট খেয়ে হৃদয়ে আবার ক্ষরণ শুরু হয়ে যায়? যদি আমার আর যাওয়া না হয় সেই স্বপ্নপুরিতে?
রাত ফিরে আসে আমার এই চিলতে ঘরটায়। পাশের বাড়িতে গান “এ জিন্দেগী গলে লাগালে” বাজছে। আমারও তো ওই একই কথা।
গাঢ় থেকে গাঢ়তর হয় ভালোবাসার রং।
কী অসাধারণ ভাবেই না শব্দের সাজে মনের অনুভূতি গুলোন বলে গেলেন !!
অনুভূতি প্রকাশের ক্ষমতা ঈশ্বর সবাইকে দেন না; কাউকে কাউকে দেন।
যেম আপনার মতো অনেককে দিয়েছেন; আমাকে দিতে ভুলে গেছেন।
আপনাকে দিতেও ভুলে যান নি ঈশ্বর .. সে আপনার লেখা পড়েই বুঝি বন্ধু .. শুভেচ্ছা নেবেন
একটু না
তুমি অনেকটাই বদলায় গেছ
ফেবু তে আমার মেসেজ এর রিপ্লাই ও দেও নাই
তোমার লেখা?
আটপৌড়ে সহজ সরল
অনেক ভালো লাগা
শুভকামনা
মেসেজ দেখি নি … ভালো থাকুন
অতিসাধারন, সাবলীল এবং সহজ সরল বর্ণনা। অভুভূত!
হ্যা সবাই এমনি করেই একটু একটু করে বদলে যায় নিজের অজান্তেই, এটাই এই ধরনীর বিধান। ধরণি নিজেকে এমন করেই সাজিয়ে রেখেছে। কাক দম্পতির গল্প কথা, পায়রাদের সারাদিনের নানা কথা শুনতে শুনতেই মানুষ কেমন করে যেন ছোট্টটি থেকে হয়ে উঠে সম্পূর্ণ।
অনেক ধন্যবাদ আপনাকে
এক ধরনের অন্য আবেশে চলে যেতে আপনার পরিচ্ছন্ন লেখার মাধুর্যে।
খুশি হলাম খুব.. অনেক ধন্যবাদ