এই পথ চাওয়া

 photo rain-59.gif

রাতের আকাশে ফোটেনি তারা
শুধু তুমি ছিলে না বলে
এখনও বহেনি বসন্ত বাতাস
শুধু তুমি আসনি বলে
ঝরে গেছে সব না ফোটা বকুল
তুমি ছিলে না বলে।।

আমিতো সুদূর পানে চেয়ে রয়েছি
তোমার পথ চেয়ে
হৃদয় সাগরে তেমনি করে
সোনার তরী বেয়ে
কখনও ভুল করে আবার
যদিবা তুমি আস ফিরে।।

বুঝিবা আজ মিছে হল
শুধু এই পথ চাওয়া
একা একা বসে থাকা
আর গুন গুন গান গাওয়া
ঝরে গেল হায় আমার
না বলা কথার মুকুল।।

11 thoughts on “এই পথ চাওয়া

    1. ওগো বৃষ্টি ওগো বৃষ্টি বসে আছি পথ চেয়ে
      কখন তুমি আসবে পৃথিবী জলে ভাষবে? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।