মনে হয়! সব ফেলে চলে আসতে পারো!
এতদিনের টুকটুক কৃপণ সঞ্চয়
জমানো রোদ্দুর সানস্ক্রিন লোশনের রম্ভানী কাব্য!
মনে হয় অনেক কিছুই, রাস্তায় কম্যান্ডো রুটমার্চ
করলেই খেয়ালের সূক্ষ্ম স্বপ্ন একশো চুয়াল্লিশ
এর চক্করে বিভ্রান্ত উঠে যায় কালো ভ্যানে বিনাবাক্যব্যয়ে।
আমি পাঠিয়েছি রঙিন বাক্সে মোড়া স্বাধীন চুমু
আজকের প্রথম ঝড়ের ক্যুরিয়ারে:
টিপটিপ দু এক ফোঁটা বৃষ্টি আনওয়ান্টেড
পরিবর্তণ আনে শরীরের গোপন ভাঁজে,
তখনই টের পাওয়া যায় মতাদর্শগত বিরোধের
চোরাগোপ্তা ফাঁকে জড়িয়েই আছ সেদিনের শেষ দেখার মতই।
3 thoughts on “নিজকিয়া ৫”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নিজকিয়া কবিতাটি আস্তে আস্তে বুঝতে পারছি।
নিজের সাথে নিজেরই আলাপন বোধকরি। শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র।
প্রথম পড়লাম আপনার এই সিরিজের কবিতা। বাকিগুলোও পড়ার আশা আছে। ধন্যবাদ দাদা
সিরিজের অন্য কবিতার প্রত্যাশায় রইলাম।