স্বার্থের মূল্য
– যাযাবর জীবন
বিকোয় সবই মূল্যের পরিমাপে
বিনিময় একক কি?
অর্থ তো অনর্থের একক
স্বার্থের মূল্য কি?
একটি সম্পর্ক কিনতে চাই বিনিময় প্রথায়
মূল্য হাঁকাও হে বিদেশিনী।
স্বার্থের মূল্য
– যাযাবর জীবন
বিকোয় সবই মূল্যের পরিমাপে
বিনিময় একক কি?
অর্থ তো অনর্থের একক
স্বার্থের মূল্য কি?
একটি সম্পর্ক কিনতে চাই বিনিময় প্রথায়
মূল্য হাঁকাও হে বিদেশিনী।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
স্বার্থের মূল্য জানা গেলে ভালো হতো। শুধু আমার নয় কবি; অনেকের।
শুধু চায় আর চায়
মূল্য বলে না কেও
তাই ই তো দেখতে পাই প্রিয় নির্বাসিত।