সে কি ভুলেছে সবই?

সে কি ভুলেছে সবই?

সে কি ভুলেছে সবই?
যাতনা অভিমান ছিল যত
যৌবনে সোদা গহনজুড়ে; সাপের খলস
খসে পড়ার মতো!
বার বার যন্ত্রণায় পুড়েছি কি শুধুই একা একা?
পলাশ শিমুলের ঝরে পড়া পাঁপড়ি
বিধুঁর বেদনায় ধুলো মাখে গায়; ছুঁয়ে যায়
দক্ষিণা বায়ু! উদাস মেঘ উড়ে যায়
নীলের পর্দা উড়িয়ে।

ঝুল বারান্দায় নিলাজ হাওয়া
বার বার ছুঁয়ে করেছে এলোকেশ, সুবর্ণ মুখটি
ঢেকেছে কিয়াদংশ; আঙ্গুল চেপে সরিয়ে কেশ
মেঘের পরে নীলের দো’টানায়
পড়েছে ভুলে, আচমকা ভাবনা কড়া নারে।

২০শে ফাল্গুন/বসন্তকাল/১৪২৩

6 thoughts on “সে কি ভুলেছে সবই?

  1. অনেক দিন পরে দেখা মিলল ভাইজানের সনে।

    কেমন আছেন মান্নান ভাই?

    1. জি ভাই ভালো,,,,,,,,কবিকে আমার ভালোবাসা,,,,,,,

  2. অনেকদিন পর তোমার লিখা পড়ে ভালো লাগলো। যদিও শেষ প্যারায় টাইপো রয়েছে।
    তারপরও জানতে চাইলাম … এতোদিন কোথায় ছিলে বন্ধু !!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. বন্ধু,,,,এই প্রথম বার পনের দিন কোন কবিতা লেখা হয়নি,,,,তাই দেখা হয়নি বন্ধু,,, আমার ভালোবাসা রইল,,,

  3. এ কি প্রেম নাকি ভালোবাসা নাকি আমার মনের সুপ্ত বাসনা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।