ঝিল্লী ডাকা জোনাক জ্বলা নিশি রাতে
জোছনা চাদর গায়ে পৃথিবী ঘুমায়,
শিশির কণা মুক্তা হয়ে ঝরে মেঠো পথে
তমাল তরু শুধু ঘুম পারানি গান গায়।
জোছনা চাদর গায়ে পৃথিবী ঘুমায়,
শিশির কণা মুক্তা হয়ে ঝরে মেঠো পথে
তমাল তরু শুধু ঘুম পারানি গান গায়।
দূর আকাশের তারাগুলি মিটিমিটি হাসে
সুরেলা বাঁশরি এলোমেলো বাতাসে ভাসে।
সুদূর নীহারিকা চেয়ে দেখে সুপ্ত মশাল জ্বেলে
কাজল কলঙ্কে নিশীথিনী মনের ছবি আঁকায়।
শিশির বিছানো আঁচলে হেমন্ত গায় নিশি রাগিণী
নিঝুম স্বপনে মগ্ন মোহনীয় মধু যামিনী।
তিমির কুহেলিকা বসে থাকে বসন্তের পথ চেয়ে
নীরবে কে যেন মনে সুর ঝড়িয়ে শিহরণ জাগায়।।
‘শিশির বিছানো আঁচলে হেমন্ত গায় নিশি রাগিণী
নিঝুম স্বপনে মগ্ন মোহনীয় মধু যামিনী।’
___ অসাধারণ বন্ধু অসাধারণ।
আজ এই সুপ্রভাতে ধন্যবাদ জনাব।
কি হইল জনাব সব কথা কি বলা হয়ে গেছে? খালি ছবি দিতাছেন বিষয়টা কি?
অবশেষে ধন্যবাদ প্রিয় মানুষ।
শিশির বিছানো আঁচলে হেমন্ত গায় নিশি রাগিণী
নিঝুম স্বপনে মগ্ন মোহনীয় মধু যামিনী।
তিমির কুহেলিকা বসে থাকে বসন্তের পথ চেয়ে
নীরবে কে যেন মনে সুর ঝড়িয়ে শিহরণ জাগায়।।
—- সালাম নিবেন দাদ
সালাম ভাই। ধন্যবাদ।
আপনার কাছে তারাগুলি হাসে আর আমার কাছে শুধু কাঁদে শুধু কাঁদে…।
ধন্যবাদ ভাই।
হাসি আর কান্নাতো পাশাপাশি থাকে। আজকে যে কাদছে কালই হয়ত আবার হাসবে।