আমি কি বিষণ্ন হয়ে আছি?
আমি তো বিষণ্ন হয়ে আছি।
ঠোঁটের ওপরে ভ্যানিশিং জলরংয়ে
এঁকে রাখা হাসির নকল টুকরো
হাতের মুঠোয় এগিয়ে দেওয়া
শুভেচ্ছা সন্দেশ কেউই বোঝেনি
ঠিক কতখানি ভেজাল ছিল।
আমি তো বিষগমণ করেছি
এই পান্থবেলায়, দুহাত জড়ো করে
ওয়েলকাম করেছি তোমার
অনাকাঙ্খিত গমণ; এই অবেলায়
দরজার বাইরে জুতো খুলে
কথারা অকালমৃত হয়:আমি তো
বিষণ্নই আছি, বিষণ্ন থাকবো
আমার বয়ে নেওয়া বাকী
অবসাদগ্রস্ত হলুদ বিকেল সময়।
3 thoughts on “নিজকিয়া ৯”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নিজকিয়ায় যে বিষয়টি বেশী নজর কাড়ে তা হচ্ছে লিখায় ভাবনার প্রকাশের স্বতন্ত্রতা।
শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র। শুভ সকাল।
হাসির নকল টুকরো – এই ধরনের কিছু কথা খুব ভাল লেগেছে।
শুভেচ্ছা নিবেন প্রিয়।
ভাল লাগল বরাবর যেমন লাগে।