বেশ তো ছিলে পালিয়ে

বেশ তো ছিলে পালিয়ে

খুব, খুব করে!
কেন তবে মনে পরে তারে?
বসন্ত এসছে তাই
ঝরা ফুলের পাঁপড়ি যাতনায়।

মন তো ছিল বেশ
ভুলে তোমায়; বদ্ধ পুকুর জলের মতো
দু’ একটা ঢিলে শুধু নির্লিপ্ত ঢেউ
মিলিয়ে যায় মেইয়ে যায়
নিজে নিজেই; বাতাস প্রদাহে
ফুরিয়ে যাওয়া ঢেউ গুলো সব
লজ্জবতির বিছানো গায়ে বিলিকেটে
ছুঁয়ে যায় মৃত্তিকার গায়ে।

বেশ তো ছিলে পালিয়ে
কেন যে টান ধরে পাঁজরে?
চিন চিনে ব্যথা
বুকের মধ্যখানে।

১৪২৩/বসন্তকাল/২৫, ফাল্গুন।

2 thoughts on “বেশ তো ছিলে পালিয়ে

  1. কবিতাটি পড়লাম বন্ধু। সুন্দর।
    কেন জানি আগের মতো আর কবিকে পাইনা। নিয়মিত চাই বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বেশ তো ছিলে পালিয়ে
    কেন যে টান ধরে পাঁজরে?
    চিন চিনে ব্যথা
    বুকের মধ্যখানে।

    দারুন একটি মান্নানের কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।