ঈশ্বর

চোখ খুলে দেখি সম্মুখে দাঁড়িয়ে আছো, যখন নিন্দ্রায় নেশা গ্রস্থ দেখিনা পৃথিবীর স্পষ্ট আলো, তখনো দেখি একটি বালিশের অর্ধেকটা জুড়ে নিভুনিভু করে জ্বলছো।

যখন হাট বাজারের মতো স্থানের অলি গলিতে দেহের অর্ধেকটা দেয়ালে পুরে রাখি তখনো সেখানে দেখি ছায়ার মতো দাঁড়িয়ে আছো। অতৃপ্ত সুখের অন্বেষণে সুখগুলোকে নিয়ে যখন হলী খেলা করি, একি সেখানেও সুখী মানুষের মতো উল্লাসে মত্ত থাকো।

পাপের সাথে যেমন পুণ্যের সাথেও তেমন, চুরি ডাকাতি, রাহাজানি এমন কি ধর্ষণের সাথে তেমন; চিঠির বদলে সম্মতি পেয়েছিলাম নরকের নর্তকীর, জানানো হয়েছিল গতদিনের অব্যক্ত যন্ত্রণার কথা। ছায়ার সাথে ছায়ার প্রতিচ্ছায়ার চলাফেরা কথা।

জবাবে জানালে তিনিও চলেন আমিও চলি, আমি চলি তিনিও চলেন। অথচ তার কোনো অপরাধ নেই। কুড়ি বছর পর আজ পৃথিবীটাকে শ্মশান মনে হয়। তুমি ঠিক বলেছো, সূর্য ডুবতে বসেছে। ধীরে ধীরে হাটছি একটু করে যাচ্ছি গন্তব্যের পথে। দরজায় যখন কড়া নাড়বে তখন কি দেখতে পাবো ছায়ার মতোন আছেন দাঁড়িয়ে। কই, তাঁকে তো দেখি না কোথাও?

উত্তরা, ঢাকা – ১২৩০, ১:১৫, ২১০২২০১৬

আমিনুল ইসলাম রুদ্র সম্পর্কে

মোঃ আমিনুল ইসলাম রুদ্র, জন্ম : ১৪ জানুয়ারি, ১৯৮১। ডাক নাম রুদ্র আমিন (Rudra Amin)। একজন বাংলাদেশ কবি, লেখক ও সাংবাদিক। নক্ষত্র আয়োজিত সৃজনশীল প্রতিযোগিতা-২০১৬ কবিতা বিভাগে তিনি পুরস্কার গ্রহণ করেন। জন্ম ও শিক্ষাজীবন মোঃ আমিনুল ইসলাম রুদ্র ১৯৮১ সালের ১৪ জানুয়ারি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ফুলহারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ আব্দুল হাই ও মাতা আমেনা বেগম। পরিবারে তিন ভাইয়ের মধ্যে তিনি বড়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন কেটেছে খাগড়াছড়ি এবং বগুড়া সদর উপজেলায়। বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ থেকে এসএসসি ও মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পন্ন করেন। কর্মজীবন মূল পেশা থেকে দূরে সরে গিয়ে তিনি লেখালেখি এবং সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। তিনি প্রায় সব ধরনের গণমাধ্যমে কাজ করেছেন। কাজ করেছেন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন এর ষ্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজপোর্টাল নববার্তা.কম এর প্রকাশক ও সম্পাদক হিসেবে কর্মরত আছেন। তিনি উইকিপিডিয়াকে ভালোবেসে উইকিপিডিয়ায় অবদানকারী হিসেবে উইকিপিডিয়া অধ্যয়নরত আছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ : যোগসূত্রের যন্ত্রণা (২০১৫); আমি ও আমার কবিতা (২০১৬); বিমূর্ত ভালোবাসা (২০১৮); অধরা- সিরিজ কবিতা (২০২০) প্রকাশিত গল্পগ্রন্থ : আবিরের লালজামা (২০১৭)। আমার সকল লেখা পড়তে ভিজিট করুন : রুদ্র আমিন

7 thoughts on “ঈশ্বর

  1. গদ্যরাগে ইশ্বর কথোপকথন এক কথায় অনেক ভালো একটি লিখা।
    শুভেচ্ছা ভালোবাসা প্রিয় কবি মি. রুদ্র আমিন।

    গত দু’মাসে আপনার আরও লিখা প্রত্যাশা করছিলাম। :)

    1. ভাইজান ইচ্ছে থাকতেও আলসে হয়ে গেছি, নববার্তায় একটু সময় বেশি ব্যয় হচ্ছে। ইচ্ছে ছিলো কিন্তু পারিনি, এজন্য নোনাজলের ক্ষমা প্রার্থনা।

  2. সবি দেখছেন যিনি
    তিনি ঈশ্বর ঈশ্বর———
    শুভেচ্ছা রইল

  3. তিনিও চলেন আমিও চলি –
    এই চলায় শেষ চলা নয়তো – অব্যাহত সেই চলা ।
    কবির জন্য শুভকামনা ।

  4. ভালো লাগা রইল। আপনার গদ্য কবিতা মনে এর আগে আমার পড়া হয়নি

মন্তব্য প্রধান বন্ধ আছে।