
মাঝে মাঝে ভাবি চাকরিটা ছেড়ে দিবো,
ইদানিং এমন ভাবনা প্রায় আমাকে কুড়ে কুড়ে খায়,
আনমনে হেসে বলি– কোম্পানীর চাকরি আমি ছেড়ে দিবো? না, ছেড়ে দেয়ার ভাবনায় সে-ই আমাকে ছেড়ে দিবে!
আচ্ছা বলতে পারো?
আর কতো, নিজেকে পুড়িয়ে অন্যকে খাঁটি করে দিবো?
আমরাও একটা মন আছে, আছে প্রাণ; আর সেই প্রাণের সাথে জড়িয়ে আছে একটি সংসার নামক পৃথিবী…
আর পেরে উঠছি না, দেয়ালে পিঠ ঠেকে ব্যথার অনুভব হলে এক সময় বলতাম
এ তেমন কিছুই না, মনে হয় গ্যাস্টিকের একটু চাপ বেড়েছে, কিন্তু আজ?
সেই অবহেলা আর নিরবতাই জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে।
আমি জানি…
কবি’রা বরাবরই স্বাধীন, স্পষ্টভাষী, নায্য অধিকার আদায়ে দৃঢ়তা সম্পন্ন
কবি’রা কখনোই গোলামী করতে পারে না, পারে না তেলবাজি কিংবা তোষামোদি করতে
কবি’রা বৃক্ষ, কবিবৃক্ষ তলে সবাই স্বাধীন, গণতন্ত্রীয়।
এসো কবি হই, সত্য ও সুন্দর পৃথিবী সাজাই।
…………………