কিছু স্বপ্ন চিহ্নিত করে রাখি
ঘুমভাব ঘুম ঘুম পরী
নৈসর্গিক রূপে হাজির আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুধা।
সব রূপ-ই ধার করেছি
আকাশের কাছ থেকে মেঘের কাছ থেকে
বাতাসের কাছ থেকেও নিয়েছি কিছুটা।
শুধুমাত্র মানুষের মুখগুলো আমায় খুব টানে
এমনকি জিরো ফিগারের মেয়ে সেও
আপন ঠিকানা খুঁজি চোখে, মুখে এমনকি বুকেও
যেন দীর্ঘতম পৃথিবীতে সব এক একটা ওপেন বায়স্কোপ।
কোন সন্দেহ নাই প্রিয় কবি। আপনি সঠিক বলেছেন।
দীর্ঘতম পৃথিবীতে সব এক একটা ওপেন বায়োস্কাপ। চোখ রাখি; চোখ ফেরাই।
আমার প্রতিটা লেখায় আপনার আন্তরিক উপস্থিতি আমাকে মু্গ্ধ করে। ভালো থাকবেন সতত
কিছু স্বপ্ন চিহ্নিত করে রাখি
ঘুমভাব ঘুম ঘুম পরী
নৈসর্গিক রূপে হাজির আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুধা।———
ধন্যবাদ কবি
যেন দীর্ঘতম পৃথিবীতে সব এক একটা মোকসেদুল ইসলাম।
সব যদি মোকসেদুল হয় তাহলে তো পৃথিবী থমকে যাবে। হা হা হা।
সত্যই তাই কবি,,,,,,,,,,,
ধন্যবাদ কবি
দীর্ঘতম পৃথিবীই একটা ওপেন বায়োস্কোপ । দর্শন তো মন্দ হয় । বেশ লাগলো ।
শুভকামনা জানবেন ।
পড়ার জন্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন
আপন ঠিকানা খুঁজি চোখে, মুখে এমনকি বুকেও
যেন দীর্ঘতম পৃথিবীতে সব এক একটা ওপেন বায়স্কোপ।
আলাদাভাবে ভাল লাগল।
আপনার এমন ভালো লাগা আমার লেখার প্রেরণা। ধন্যবাদ