ভয় সাহসের দণ্ড

ওরে ওই এতটাই ভয় থাকলে
কথায় রাখবো বাঘের বাঁচ্চা সাহস-
এই পরিচয়ে চিনা না গেলে
কি পরিচয়ে চিনা জানার পাওয়া যাবে-
শুধু আমজনতার খ্যাতি যশ !!

ওরে সোনার শস্য ছিটেছো অভয়ারণ্যে
শান্তির পায়রা, শ্যমা সালিক,কাক দিবেই তো দৌড়-
ভাবো না -ভাবো না -তেপান্তর মাঠে
ভয় নেই -ভয় নেই সিংহ মামার সাহস বুকে সুর!

ঐ দক্ষিণা জানালার পাশে একা একা
উকি ঝুঁকি দাঁড়াবো না আর কোনদিন- কারণ –
লেগেছে ভয় আর সাহসের দণ্ড!
গলাচিপে রেখেছো সোনা তামা বন্ধনের মন্ড।

১৫/০৩/১৭
=======

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “ভয় সাহসের দণ্ড

    1. জ্বি আপা অশেষ ধন্যবাদ
      ভাল থাকুন

  1. আপনার কবিতা পড়লে নতুন কিছু শব্দ শেখা যায়।
    শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  2. পড়ি আপনার লেখা।

    আপনাকে আরও বেশি বেশি প্রতিষ্ঠিত বড় কবির কবিতা পড়ার পরামর্শ রইল।

    শুভ কামনা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।