ওরে ওই এতটাই ভয় থাকলে
কথায় রাখবো বাঘের বাঁচ্চা সাহস-
এই পরিচয়ে চিনা না গেলে
কি পরিচয়ে চিনা জানার পাওয়া যাবে-
শুধু আমজনতার খ্যাতি যশ !!
ওরে সোনার শস্য ছিটেছো অভয়ারণ্যে
শান্তির পায়রা, শ্যমা সালিক,কাক দিবেই তো দৌড়-
ভাবো না -ভাবো না -তেপান্তর মাঠে
ভয় নেই -ভয় নেই সিংহ মামার সাহস বুকে সুর!
ঐ দক্ষিণা জানালার পাশে একা একা
উকি ঝুঁকি দাঁড়াবো না আর কোনদিন- কারণ –
লেগেছে ভয় আর সাহসের দণ্ড!
গলাচিপে রেখেছো সোনা তামা বন্ধনের মন্ড।
১৫/০৩/১৭
=======
সাহস হবে না কথাটা ?
জ্বি আপা অশেষ ধন্যবাদ
ভাল থাকুন
আপনার কবিতা পড়লে নতুন কিছু শব্দ শেখা যায়।
শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় কবি মি. সরকার।
পড়ি আপনার লেখা।
আপনাকে আরও বেশি বেশি প্রতিষ্ঠিত বড় কবির কবিতা পড়ার পরামর্শ রইল।
শুভ কামনা।