জীবনের অণু পরমাণু-৬ (দীর্ঘ হচ্ছে তালিকা)

Art (3)

ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথা, আশা নিরাশা, সাধ স্বপ্ন, শিক্ষা দীক্ষা, আচার আচরণ কত কি নিয়ে আমাদের এই ক্ষণস্থায়ী জীবন। এই অল্প সময়ের মধ্যেই সফল কিংবা বিফল। একবার বিফল হলে সফল হবার স্বপ্ন মুছে যায় কিন্তু সফল হলে যে কোন সময় আবার বিফল হবার ঝুঁকি থেকেই যায় সবই ক্ষণকালের জন্য। সফলতা অর্জন করা যেমন কঠিন তেমনি সফলতা জিইয়ে রাখা তার চেয়েও অধিক কঠিন।

কত প্রিয় জন হারিয়ে যায় আবার কত অচেনা আপন হয়। সত্যিই পৃথিবীর নিয়ম শৃঙ্খলা আর মন মানসিকতা বড়ই জটিল, বোঝা আরও জটিল। একবারই মাত্র পা পিছলে যাওয়া মেনে নিতে পারে দ্বিতীয় বার কোন মতেই মেনে নিতে পারে না। ভদ্রতা মানে দুর্বলতা নয় প্রমাণ করতেই কখনও কখনও অভদ্র হতেই হয় নইলে দুর্বলই থেকে যেতে হয়।
কখনও ঝড় আবার কখনও শান্ত প্রকৃতির কি এক ইচ্ছের খেলা! কাউকে কিছুই বলার কোন সুযোগ দেয় না, কারও কোন মান অভিমান, সুখ দুঃখ, আনন্দ বেদনায় কোন চাঞ্চল্য নেই, সর্বত্রই নির্বিকার। আপন মনে আপন খেয়ালেই মগ্ন।

প্রথমে দোয়া করতাম আমার দাদা মৃত আলাউদ্দিন বিশ্বাসের জন্য পরে যুক্ত হলো দাদি, এর পরে নানা তারপরে নানী, এভাবে তালিকা শুধু দীর্ঘ হতে শুরু করল। একে একে যুক্ত হলো শশুর, চাচা, মামা-মামি, মা, ফুপু, মেয়ে, বাবা, শাশুড়ি সর্ব শেষ গত পরশু যুক্ত হলো আমার চাচী। প্রকৃতির বিধান নতুনের জন্য এই ক্ষুদ্র পৃথিবীতে জায়গা করে দিতে হবে তাই পুরনোদের চলে যাওয়া, রেখে যায় শুধু স্মৃতি যা একদিন মুছে যায়। এমনি করেই চলে যায় দিন, মাস, বছর, জীবন।

9 thoughts on “জীবনের অণু পরমাণু-৬ (দীর্ঘ হচ্ছে তালিকা)

  1. ‘প্রকৃতির বিধান নতুনের জন্য এই ক্ষুদ্র পৃথিবীতে জায়গা করে দিতে হবে তাই পুরানোদের চলে যাওয়া, রেখে যায় শুধু স্মৃতি যা একদিন মুছে যায়। এমনি করেই চলে যায় দিন, মাস, বছর, জীবন।’

    ___ চিরন্তন এই কথা। কখনও এর ব্যত্যয় ঘটেনি আর ঘটবেও না। :(

    1. একদিন এই তালিকায় আমার নামও যোগ হবে সেই অপেক্ষা! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

  2. অপেক্ষা শধু হাসতে হাসতো চলে যাবার।

    1. জন্মের পরেই মৃত্যু, কাজেই যেতে যখন হবে তাহলে হাসতে হাসতে চলে যাওয়াই কামনা করি।

  3. আমরা সবাই সাক্ষ দিয়ে ফিরতি টিকেট নিয়ে এসেছি,
    ওয়াদার প্রতিফলন হবে সাথকতার চাবিকাঠি

    1. রাব্বীর হামহুমা কামা রব্বা ইয়ানি সগিরা

  4. ”””ভদ্রতা মানে দুর্বলতা নয় প্রমাণ করতেই কখনও কখনও অভদ্র হতেই হয় নইলে দুর্বলই থেকে যেতে হয়।””…….https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif
    শুভ কামনা থাকলো ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।