বড়ই মায়া
তুমি কি ছিলে আমারই সাথে,
প্রপিতামহের গোত্রের সেই গুহাবাসে?
সেখানে শুধু,
আকাশ নামের নীল ছাদ ছিল।
অনেক বড় বড় প্রস্থের দিগন্ত
যায় না ছোঁয়া; সবুজ গালিচা শেষে
উঁচু উঁচু পাহার পর্বত,
আর ছিল গুহার ধার ঘিঁসে বিশাল জলরাশির সমুদ্র।
খাবার তালাশে,
খুঁজে খুঁজে এই সমুদ্র চেনা, সৈকতকে জানা
জোয়ার-ভাটা ঝড়-তুফান; জলচ্ছ্বাস
ঝড়ের তান্ডব;
সুনামিতে গোত্রের সব গুহা ডুবে গেল।
ভাসতে ভাসতে পাহাড় চুড়ায় আশ্রয়
পাহারের ধারে যত সামান্য সমতলে
পাথর দেয়ালে ঘর বাঁধা শেখা।
তোমাকে টানে, বড়ই মায়া।
আজ ৪ চৈত্র ১৪২৩
জীবন আসলে বড়ই মায়ার। মায়ার এই সংসার।
অসংখ্য ভালোবাসা প্রিয় বন্ধু। অনেক অনেক ভালো থেকো।
মায়া বড়ই মায়া!!