নিজেরাই গড়েছে দেয়াল নিজেদের হাতে
ক্ষমতার লোভে আর তুলনার তফাতে
কেউ বদলায়, কেউ বদলায় না
না বদলানোর একটাই পথ
নিজেদের মলিনতা, স্বল্পতা ঢাকতে
শুধু লোক দেখানি তুলনা আর রক্ষকের ভূমিকায়
পাশে এসে দাঁড়ালে ত’ জনসমক্ষে প্রেমিক প্রমাণিত হয় না
তাই দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে নানান ভঙ্গিমা
ঠুনকো আভিজাত্য, ঠুনকো ভালোবাসা
ঠুনকো অহম, শুধুই প্রাপ্তির আশা
হা হুতাশেই জীবন গেল লোকদেখানো ঢঙে
যার জীবন আসলেই গেলো সে কিন্তু নির্বিকার।
‘নিজেরাই গড়েছে দেয়াল নিজেদের হাতে
ক্ষমতার লোভে আর তুলনার তফাতে
কেউ বদলায়, কেউ বদলায় না।’
খুবই সত্য কথা প্রিয় কবিবন্ধু। ভালো থাকুন সর্বদা এই প্রত্যাশা।
ধন্যবাদ গো কবি বন্ধু অনুরণনের জন্য |
সত্য কথা বটে। কবিতা ভালো লাগা
অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য |