অববাহিকা

নদীর কথা ভাবতে ভাবতে খুন হয়ে যায়
নিরিবিলি জল—
চুলের চিকন প্রান্তে, যেখানে পোনার ঝাঁক
বালিহাঁসের ভেজা ঠোঁট ডুব দিয়ে আছে
তারই সীমান্ত সকাশে ভাবনার রেশ,
বড়শী আঁটা ছিপ শুধুই উথাল পাথাল।

নদী যায় পরবাসে, ভূমিপুত্রের বর খুঁজে খুঁজে –
ঠাঁই নেই কোথাও — নদী চলে যায় আরো নিরালায়
বুনো ফুল ঝরে পড়ে নরম গালে
এঁকে দেয় আপন সৌন্দর্যের চিত্রপট
মোলায়েম পায়ে, ছন্দ-সুরে কেন যে তবু এই বয়ে চলা!
বুকের ভেতর পোকা আর গাছেদের ঘরবাড়ী।

পাথরের ফাঁকে শুকনো শ্যাওলা সবুজ
ঝর্ণা হয়ে ভিজিয়ে দেবার এই প্রয়াস
কেবলই মাটি খুঁজে খুঁজে ক্লান্ত, হয়রান
নদী বয়ে যায়— ঠাঁই নেই মাটিতে, ঠাঁই নেই পাথরে
মনও তবে সর্পিল এমন, আবাস খোঁজে ছুটে যাওয়া নদ
ঝরা-ফুল পাপড়ি আর কুঁচো মাছেদের সাথে করে যায় স্নান।

29 thoughts on “অববাহিকা

  1. জীবনের অববাহিকা। অনন্য সাধারণ লিখা উপহার প্রিয় কবিবন্ধু তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. মনও তবে সর্পিল এমন, আবাস খোঁজে ছুটে যাওয়া নদ
    ঝরা-ফুল পাপড়ি আর কুঁচো মাছেদের সাথে করে যায় স্নান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. অভিনন্দন কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. অনিন্দ্যসুন্দর, প্রিয় কবি শাকিলা তুবা আপু।

  5. "বুকের ভেতর পোকা আর গাছেদের ঘরবাড়ী।"

    এই মনে হয় অন্তর আত্তার জীবন। ভাললাগা।

  6. চুলের চিকন প্রান্তে, যেখানে পোনার ঝাঁক
    বালিহাঁসের ভেজা ঠোঁট ডুব দিয়ে আছে 

    শুকিয়া যাওয়া নদীবক্ষ দেখলেন কই?  বিবরণ তো একেবারে জীবন্ত। যেন আমিও দেখতে পাচ্ছি নদীটা। 

  7. শুকিয়া যাওয়া নদীবক্ষ দেখলেন কই?  বিবরণ তো একেবারে জীবন্ত। যেন আমিও দেখতে পাচ্ছি নদীটাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।