আমার আমি

তোমার মাঝে আমি এমন কোন কিছু পাইনি যেটা আমাকে তোমার পাশে থেকে পথ চলায় সাহায্য করতো। আজ আছি এইতো বেশ নিজেকে তৈরি করে নিয়েছি অনেকটাই তোমার স্বপ্নের মত করে। আমি আসলেই এমন নিজেকে আজও কারো সাথে তুলনা করে জিততে পারি নাই।

>> কারনটা তোমার ভালোই জানা আছে আমি যে তাদের মত করে, অনুনয় বিনয়ের সাথে কাউকে তেল মেরে পথ চলতে পারিনা। আমি কি কোনদিন পারছি তোমার ওই স্বপ্নে দেখা মানুষটার মত মিথ্যে বলে তোমাকে রাতে ঘুম পাড়াতে। না কখনই এটা সম্ভব ছিলো না। বরং তুমি প্রতি রাতে চোখের জলে বালিশ ভিজিয়ে ঘুমাতে যেতে কারন আমি মিথ্যে আশ্বাসে তোমার জীবনে বালুচর তৈরি করতে পারি নাই।

কারন অনেক চাওয়র বিনিময়ে তোমাকে পাওয়া ছিলো আমার জীবনে। তোমাকে কখনও কোন কিছুর বিনিময়ে আমি হারাতে দিতে চাইতাম না আজও মন থেকে পারি নাই। কিন্তু তোমার চাওয়ার কাছে আমি বরাবরই ছিলাম অসহায়ের মত। তাইতো আজ তুমি আমি এক থেকেও বহু দূরে। আর হয়তো একসাথে বারান্দায় বসে আলাপ হবে না … দেখতে পাবো না তোমার ওই সারাদিনের রাগ জমানো অভিমানি মুখটি।

>>>>>>>>>

তবু ভালো থেকো … ভালো থেকো তুমি।
তোমার চাওয়ার সার্থকতায় আজ আমি পূর্ণ।
নাইবা হলো তোমার সাথে আর আমার দেখা
তবু জেনো ভুলে না যাই আমি এই আমার ভালোবাসা।
>>>>>
>>>>
আমার আমিতে এই আমি ভালো আছি তোমার মত করেই।

রাসেল মিয়া সম্পর্কে

মোঃ মাসুদ পারভেজ মিয়া ( রাসেল )। রাসেল নামেই আমি বেশী পরিচিত এবং এটাতেই বেশী ভালোলাগে আমার। ছোট থেকেই লিখতে ভালো লাগে না আমার তাই কখনও চেষ্টাও করি নাই লেখক হবার। তবে লেখা পড়তে আমার খুব ভালো লাগে বিশেষ করে যখন একা থাকি তখনই সবার লেখা পড়েই বেশীর ভাগ সময় কাটে। তবে গানও শুনি বিশেষ করে আধুনিক গান বেশী শুনি ... লেখা পড়া বেশী করতে পারি নাই ... বি এ কমপ্লিট করবার পরে মাথায় এক ধরনের ঝিঁঝিঁ পোকার আবাস স্থল তৈরি হয় যার কারনে পরবর্তী ধাপ অতিক্রম করা হয়নি। চেষ্টা করি সবার সাথে তাদের মত করে চলতে কিন্তু মানুষ বলে তো কথা; সবার মত হতে পারিনা। কারো থেকে ভালো আবার কারো থেকে অনেক খারাপ। এখন চিন্তায় আছি খারাপের সাথে আর কোন সম্পর্ক রাখবো না।

10 thoughts on “আমার আমি

  1. কিছুটা বিরতির পর আপনার লিখা পুনরায় পড়তে পারলাম।
    ভালো লিখেছেন মি. রাসেল মিরাজ। ভালো থাকুন এই প্রত্যাশা করি। :)

    1. ধন্যবাদ আপনাকেও,,,, কি লিখবো তাই ভেবে পাইনা আর আমি আপনাদের মত এত সুন্দর করে লেখা ইপস্থাপন করতেও পারিনা ,,, তবে আমি কিন্ত সব সময আপনাদের সকলের লেখা পড়ি ,, দোয়া করবেন

  2. লিখাটি ভাল হয়েছে। গুছিয়ে লিখেছেন বলতে হবে। শুভেচ্ছা জানাই।

    1. ধন্যবাদ ,,,,,,,তবে আপনাদের মত গুছিযে লেখতে পারিনা, আর লেখার মত সময়ও পাইনা তেমন

  3. গুছানো ভাল লেখা। প্রত্যাশা বাড়িয়ে দিল আরও।
    ধন্যবাদ

    1. আপনাকেও ধন্যবাদ,,, আপনাদের লেখা আরো বেশী ভালো

    1. ভাই আয়না একবার ভেঙ্গেলে জোরা লাগালেও দাগটা কিন্তু থেকে যায় । এখন নিজেকে গুছিযে নিতে শিখে গেছি হয়তো কিন্তু ক্ষত স্থানের দাগটা এখনও রয়ে গেছে ,,, মাঝে মাঝে ব্যাথা অনুভুত হয় । দোয়া করবেন ভাই

মন্তব্য প্রধান বন্ধ আছে।