রাসেল মিয়া এর সকল পোস্ট

রাসেল মিয়া সম্পর্কে

মোঃ মাসুদ পারভেজ মিয়া ( রাসেল )। রাসেল নামেই আমি বেশী পরিচিত এবং এটাতেই বেশী ভালোলাগে আমার। ছোট থেকেই লিখতে ভালো লাগে না আমার তাই কখনও চেষ্টাও করি নাই লেখক হবার। তবে লেখা পড়তে আমার খুব ভালো লাগে বিশেষ করে যখন একা থাকি তখনই সবার লেখা পড়েই বেশীর ভাগ সময় কাটে। তবে গানও শুনি বিশেষ করে আধুনিক গান বেশী শুনি ... লেখা পড়া বেশী করতে পারি নাই ... বি এ কমপ্লিট করবার পরে মাথায় এক ধরনের ঝিঁঝিঁ পোকার আবাস স্থল তৈরি হয় যার কারনে পরবর্তী ধাপ অতিক্রম করা হয়নি। চেষ্টা করি সবার সাথে তাদের মত করে চলতে কিন্তু মানুষ বলে তো কথা; সবার মত হতে পারিনা। কারো থেকে ভালো আবার কারো থেকে অনেক খারাপ। এখন চিন্তায় আছি খারাপের সাথে আর কোন সম্পর্ক রাখবো না।

মন খারাপের দিনে !

কিছু দিন ধরেই মনটা ভালো নেই। কি এমন কারন যে আমার ভালো লাগবেনা তাও সঠিক ভাবে বুঝতে পারতেছি না।

আজ একেবারে বেশী অসহনীয় লাগতেছে নিজের কাছে, কোন কাজে মন সঠিকভাবে দিতে পারিনা।

তার ভিতরে অফিসের কাজ, নিজের জন্য সময় বের করা, বন্ধুদের জন্য সময় দেয়া, সব কিছু ঠিকমত চল্লেও আমার দোস্তকে সময়টা ঠিকমত দিতে পারিনা। এই নিয়ে তার কোন অভিযোগও নাই। আমি বুঝতে পারিনা এই ভালো না লাগার কারন কি ?

মুক্ত হতে চাই এই টেনশন থেকে।

বর্তমান ও ভবিষ্যত

আমরা অবসর সময়ে অতীতের কথা স্মৃতিচারণ করে নাকের ও চোখের জল এক করি। ভবিষ্যতে কি হবে তারই চিন্তায় অস্থির থাকি সারাক্ষণ। কিন্তু বর্তমান নিয়ে কজনে ভাবি?? কোন এক কালে মনীষীরা বলে গেছে ভবিষ্যতের ভাবনাই জ্ঞানীর কাজ।

তাই সবাই ভবিষ্যত নিয়ে চিন্তায় বিভোর থাকি। অথচ বর্তমানকে গুরুত্ব না দিয়ে বসে বসে ভাবলে সুন্দর ভবিষ্যৎ কোথা দিয়ে আসবে?? বর্তমানের ইতিবাচক কর্মকাণ্ড আর কঠোর পরিশ্রমই রচনা করে কাঙ্খিত ভবিষ্যত।

মানব জীবনে বর্তমানই সব।

শুধু ভালোবেসে তোমায়

আমি সেই সুতো হবো, যে তোমায়
আলোকিত করে নিজে জ্বলে যাবে….
” আমি সেই নৌকো হবো, যে তোমায় পাড় করে ‘নিজে ডুবে যাবে…
“হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো
“হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হবো,
“হবো সেই চাঁদ,যে হয়ে গেলে আধার
“তোমাকে আলো দেবে দিন,
“ফিরে এলেই আবার ফুরিয়ে যাবে,
“শুধু ভালোবেসে তোমায়………………

অপেক্ষায় কাটে প্রহর

অনেকটা পথ।সময় টুকু বেঁধে দেয়া। বেঁধে যাওয়া সময়ে অনেক কাজ,বহু স্বপ্ন ঝুলে থাকে।লেপটে থাকে বেশীটা দেয়ালে,দেয়ালে।
সেঁটে থাকা কিছু উঠে আসে না।মলিন হয় শুধু!
ঘষা’মাজা হলে পুরোনো গাড়ী রঙ করার মত।বোঝা যায়।রঙ করা যায় কখনও নতুনের মত মনে এলেও,
মত কথাটা জটিল শোনায়।
আমি কারও মত হতে পারিনি,পারিনি দেখেই,তুমি-আমি না।কিংবা আমার মতন,তুমি।
পাড়ের নৌকা থাকে যাত্রী অপেক্ষায়।
আমিও আছি,যুগ সময়ের স্বাক্ষী হয়েই আছি।
তোমার কিংবা পাড়ের অপেক্ষাতেই!!

তোমায় নিয়ে

রাতের আধারে হেটেছি সীমারেখা অবধি
আধারের ওপাশে নয়ন তুলেছি
অপেক্ষার প্রহর গুনেছি
নীলের মাঝে তারকা দেখেছি
ছুতে পারিনি, ক্লান্ত হয়েছি
ভোরের আলোয় আবার এসেছি।

মিথ্যে ভালোবাসায় আজ আমি পরাজিত

প্রথম দেখাতেই যদি তোমায় ভালোবাসি এই কথাটা বলতে পারতাম ! তোমাকে ভালোবাসি আমি আজো তোমাকে জানাতে পারি নাই, তোমার জন্য এখনও আমি আমার সেই স্বপ্নের বাড়ীটা তৈরি করে রাখতে পারি নাই। তোমাকে হারানোর ভয় আমি করি নাই, কিন্তু তোমাকে যে পাবো না এই কথাটা আমি জানতাম। তোমার চাহিদা ছিলো না কিন্তু আমি তোমাকে দিতে চাইতাম,
আমাকে ভালোবাসো নাই করেছো অভিনয়, এটা আমি বুঝতে পারি নাই।

আমার বোকামি বলতে পরো তোমার সকল অভিনয় জানার পরেও তোমাকেই ভালোবেসে গেছি আগের মত করেই। আমার বোকামি হলো, তোমাকে ঘৃণা না করে সকল অপরাধের শাস্তি হিসেবে দিছি আমার মনের পবিত্র ভালোবাসা। আমার মনে ছিলো তুমি একদিন হলেও আসবে ফিরে নিজেকে শুধরে নিয়ে। কিন্তু না আমার সকল ভাবনার অবসান ঘটিয়ে তুমি আজ মহা সুখে।

জানিনা এই সুখ চিরকাল তোমার সইবে কিনা, আমিও এক সময় তোমাকে এভাবেই রেখেছিলাম ভালোবাসার বন্ধনে ……

17309032_162353267617903_7484000767537260680_n

সময়ের খুবই অভাব

হাজার কাজ নয় তবে শত কাজের মাঝে থেকেও সকলের
লেখা পরে যাচ্ছি কিন্তু নিজে লিখতে সময় পাচ্ছিনা আর নিজে
তেমন একটা লেখা লিখতেও পারিনা তাই আগ্রহ একটু কম ।
সবাই ভালো ভালো লেখা পোস্ট করেন আমার মত অনেক লেখা
পাগল আছে যারা ঠিকই আপনাদের লেখা পড়বে ।

তোমার আর ভাবনা সমূহ

প্রথম দেখাতেই যদি তোমায় ভালোবাসি এই কথাটা বলতে পারতাম !
তোমাকে ভালোবাসি আমি আজো তোমাকে জানাতে পারি নাই,
তোমার জন্য এখনও আমি আমার সেই স্বপ্নের বাড়ীটা তৈরি করে রাখতে পারি নাই।
তোমাকে হারানোর ভয় আমি করি নাই, কিন্তু তোমাকে
যে পাবো না এই কথাটা আমি জানতাম।
তোমার চাহিদা ছিলোনা কিন্তু আমি তোমাকে দিতে চাইতাম,
আমাকে ভালোবাসো নাই করেছো অভিনয়, এটা আমি বুঝতে পারি নাই।

আমার বোকামি বলতে পরো তোমার সকল অভিনয় জানার পরেও তোমাকেই ভালোবেসে গেছি আগের মত করেই।
আমার বোকামি হলো তোমাকে ঘৃণা না করে সকল অপরাধের শাস্তি হিসেবে দিছি আমার মনের পবিত্র ভালোবাসা।
আমার মনে ছিলো তুমি একদিন হলেও আসবে ফিরে নিজেকে শুধরে নিয়ে।
কিন্তু না আমার সকল ভাবনার অবসান ঘটিয়ে তুমি আজ মহা সুখে।

জানিনা এই সুখ চিরকাল তোমার সইবে কিনা
আমিও এক সময় তোমাকে এভাবেই রেখেছিলাম ভালোবাসার বন্ধনে …

সম্পূর্ন বাস্তবতা থেকে লেখা

তুই ও আমি।
তোর সাথে আমার কখন যে এত ভালোবাসা হয়েছিলো বিশ্বাস কর আমি বুঝতেই পারি নাই। আমি যা কিছু বলছি আমার আমার দ্বারা যা কিছু হইছে আমি তার জন্য অনুতপ্ত।

ছোট বেলায় যখন বিটিভি ( BTV ) তে পুরানো দিনের বাংলা ছায়াছবি দেখতে বসতাম তখন বুকের মাঝে কেন জানি শূন্যতা অনুভূত হতো। প্রেম ভালোবাসা কি তখন বুঝতে পারি নাই। আর তোর কথা তো তখন স্বপ্নেও ভাবতে পারতাম না। কারন তারও দশ এগারো বছর পরে তোর সাথে আমার পরিচয় মিলে। সবচেয়ে মজার ব্যাপার হলো তোর মত বন্ধু যে আমি পাবো সেটা আমার কল্পনাকেও হার মানিয়ে দিয়েছে। যতটা না অবাক হয়েছি তোর সাথে বন্ধুত্ব করতে তার চেয়ে আজ বেশী হতবাক তোর পাল্টে যাওয়া দেখে। বন্ধুর জন্য ছায়াছবিতে অনেক ইমোশনাল মোমেন্ট দেখছি কিন্তু তার বাস্তবতা আমি নিজেই। তোর জন্য সব করেছি বিনিময়ে তুই আমার সাথে করলি প্রতারণা। আমার সাথে বেঈমানি করতে কি তোর বিবেকে একটু বাঁধলো না।

আরে অকৃতজ্ঞ বন্ধু আমার, কি না করছিলাম তোর জন্য। আমি তোর আরো কোন সমস্যা থাকলে আমাকে বলেই দেখতি এখন যেভাবে আছো যার কাছে আছো যে, মায়ার বাঁধনে জড়িয়েছো নিজেকে তার চেয়ে একশত গুনে ভালো রাখতে পারতাম আল্লাহর রহমতে। আরে তোর জন্য হাজারো মানুষের কাছে নিজেকে ছোট করছি। তুমি খারাপ করেই গেছো আমার চক্ষুর অন্তরালে আমি তা টেরই পাইনি। আর যখন বুঝতে পারলাম ঠিক তখনই আমার সাথে অন্ধ ভালোবাসার সাথে বেঈমান করে আজ সুখের সাগরে হাবুডুবু খাচ্ছিস। আল্লাহ তোকে এই রকম দৌড়ের উপরেই রাখবে। কারন তুই আমার মোনের পবিত্র ভালোবাসা নিয়ে ছেলেখেলা করেছো। আমার মনে এখন বন্ধুর ভালোবাসার প্রতি ঘৃণা জন্ম নিয়েছে, আমি মনে হয় পারবো না কোন দিন নতুন করে আর কাউকে আমার আত্মার বন্ধু ভাবতে।

আমার সাথে এমন ছেলে খেলা খেলে কি উপকৃত হইলি তুই আমাকে বলবি। আজ বউ, সন্তান, পরিবারের সকল সদস্য নিয়ে আমি তুমি সকলেই সুখি শুধু নাই আমাদের কোন এক সময়ের পবিত্র ভালোবাসার বিশ্বাস আর দুজনার প্রতি অাগত ভালোবাসার টান।সময়ের দাবিতে হয়তো তুই আমি আমরা সকলেই পরিবর্তন হই কিন্তু তোর কাছে আমার কোন পরিবর্তন ছিলো না। মাঝ থেকে কেন তুই নিজেকে পাল্টে নিয়ে আমাকে কষ্ট দিলি বলতে পারবি ? এর সঠিক কারন কি ? এর উত্তর মরন কালেও তুই দিতে পারবি না এটা আমার জানা আছে।

যদি মন টানে কখনও আমার কাছে ফিরে আসতে আসতে পারো আমি তোমাকে গ্রহন করে নিবো। তবে তোমার ওই অপবিত্র মনটাকে কবর দিয়ে আসতে হবে।

আমার আমি

তোমার মাঝে আমি এমন কোন কিছু পাইনি যেটা আমাকে তোমার পাশে থেকে পথ চলায় সাহায্য করতো। আজ আছি এইতো বেশ নিজেকে তৈরি করে নিয়েছি অনেকটাই তোমার স্বপ্নের মত করে। আমি আসলেই এমন নিজেকে আজও কারো সাথে তুলনা করে জিততে পারি নাই।

>> কারনটা তোমার ভালোই জানা আছে আমি যে তাদের মত করে, অনুনয় বিনয়ের সাথে কাউকে তেল মেরে পথ চলতে পারিনা। আমি কি কোনদিন পারছি তোমার ওই স্বপ্নে দেখা মানুষটার মত মিথ্যে বলে তোমাকে রাতে ঘুম পাড়াতে। না কখনই এটা সম্ভব ছিলো না। বরং তুমি প্রতি রাতে চোখের জলে বালিশ ভিজিয়ে ঘুমাতে যেতে কারন আমি মিথ্যে আশ্বাসে তোমার জীবনে বালুচর তৈরি করতে পারি নাই।

কারন অনেক চাওয়র বিনিময়ে তোমাকে পাওয়া ছিলো আমার জীবনে। তোমাকে কখনও কোন কিছুর বিনিময়ে আমি হারাতে দিতে চাইতাম না আজও মন থেকে পারি নাই। কিন্তু তোমার চাওয়ার কাছে আমি বরাবরই ছিলাম অসহায়ের মত। তাইতো আজ তুমি আমি এক থেকেও বহু দূরে। আর হয়তো একসাথে বারান্দায় বসে আলাপ হবে না … দেখতে পাবো না তোমার ওই সারাদিনের রাগ জমানো অভিমানি মুখটি।

>>>>>>>>>

তবু ভালো থেকো … ভালো থেকো তুমি।
তোমার চাওয়ার সার্থকতায় আজ আমি পূর্ণ।
নাইবা হলো তোমার সাথে আর আমার দেখা
তবু জেনো ভুলে না যাই আমি এই আমার ভালোবাসা।
>>>>>
>>>>
আমার আমিতে এই আমি ভালো আছি তোমার মত করেই।

শব্দনীড়ে প্রথম পোস্ট কেমন হলো অবশ্যই জানাবেন সবাই

17155259_1424133974325125_5897192600619081541_n

-‘ স্বপ্ন ’
এমন হাজার স্বপ্ন আছে যা পুরনের আগেই সাদা আকাশের মেঘের সাথে মিলিত হয়ে যায় । স্বপ্নটা হয় রঙ্গিন তবে সবার স্বপ্নের রং এক হয় না ।তবে স্বপ্নের কমন রং হলো নীল ।নীল মানুষকে খুব আবেগাপ্লুত করে যার ফলে মানুষ ওটাকেই আপন ভেবে নেয় খুব সহজে । নীল রংটাই পরে সবার মাঝে বিরাজমান হয় খন্ডিত অংশে । কেউ পারে এই অংশ গুলোকে একত্রিত করে সুন্দর একটি জীবন গড়তে আর কারোটা মাঝ পথেই আরো টুকরো হয়ে বালু কনায় পরিনত হয় । জীবন চলে একটা দূর্বিসহ অলিগলির মধ্যে দিয়ে । আমরা অনেকটাই সচেতন এই সকল বিষয়াবলির সাথে তবু অবচেতন অবস্থার মধ্যে টুকরো একটু ভুলের কারনে জীবনের প্রতিছবিটাই পাল্টে যায় কারো কারো । বাস্তব জীবনে যে সবাই সফল তা কিন্তু নয় আবার সবাই যে একে বারে অন্তিমেই পরআছে সেও নয় । স্বপ্নের নেশা মানুষকে নিয়ে গেছে cyb©Zvi শেষ চুরায়,, আবার অনেক উপর থেকে নিচেও ধাবিত করেছে ওই একটাই নাম চোখের স্বপ্ন ।