অকারণ খেয়াল জাগে মনে ভেতর
অথচ ঘুমরাত্রি সময় এখন
পুড়িয়ে ব্যথার চামচ
আচানক ঠোঁটে তুলে নিচ্ছি সভ্যতার বিষ।
মন্দ হতো না যদি মানুষ হতো মাছের রাজা
কিন্তু নদীরা শাসন বোঝে না
ডুব দিয়েছে যে মাছ গভীর জলে আমরা
তাকে ধরে ফেলবার ব্যর্থ আয়োজন করি।
আমাদের গতানুগতিক ব্যবহারে যে চারিত্রিক
সনদপত্র দিচ্ছেন তার চেয়ে ভালো আছে রাস্তার রাজা
পার্থক্য এটুকু-আমরা ভালোবেসে চুমু খাই অন্দরমহলে
আর তাদের অকারণ খেয়াল জাগে মনের ভেতরে।
অকারণ খেযাল অবাস্তব হয়নি প্রিয় কবি।
আমাদের সমসাময়িক পরিপাশের দৃশ্যই অকারণে আমাদের মনে ছায়া ফেলে।