গত শরতে রাজার পা ধরে বলেছিলাম
গোকুলে আর রাণী নেই এবং রাজা – সুমহান
“আপনি অনুমতি করুন
তবে কাঁচুলি হোক বৃক্ষের – শৃঙ্গার হোক অনায়াস” – ।
কিছু করার নেই জমানায় আমার –
যে বাঁদী হয়ে গেছে এবং জারুল বৃক্ষ হয়ে
শাখা প্রশাখায় লিখে দিয়েছে প্রেম সনদ
তাকে আর ভয় দেখানো না হোক।
সুফী সকলের গায়ে লেগেছে সাদা শ্যাওলা।
অর্জুন বৃক্ষে তাদের শরীর — নরকে যাবতীয় পূন্য।
হারানোর ভয় কে রেখে গেছে আমার পুষি বেড়ালের ঘরে ?
রাজা চেয়েছিলো প্রেম চোখ দিয়ে – আর কিছুই বলি না তারে –
রংহীন উত্তরীয় রেখে এসেছি হে রাজাধিরাজ।
আমাকে তোমার অনুরূপ কলাবতী হৃদয়ে স্থান করে দাও –
10 thoughts on “প্রেম সনদ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অনন্যা ——-!! বিমোহিত হলাম।।
ধন্যবাদ । শুভকামনা জানবেন ।
খুব ভালো লিখেছেন।
ধন্যবাদ । শুভকামনা রইলো ।
মুগ্ধ হলাম।
ধন্যবাদ মালেক ভাই । সালাম জানবেন ।
অনেক অনেক সুন্দর। তবে এবং তারপরও একটু বেশী সুন্দর।
অভিনন্দন আপা।
ধন্যবাদ মুরুব্বী । অভিনন্দনের জবাবে কি বলতে হয় জানা নেই । তবে আবারো ধন্যবাদ । সালাম জানবেন ।
মুগ্ধ হয়ে গেলাম। অভিনন্দন জানাই আপু।
অনেক ধন্যবাদ আনু ভাই / শুভকামনা রইলো ।