তবুও তোমাকে বারবার বলি সরি

ঘুম ভাঙতে না ভাঙতেই দেখি দিনটি কিনে নিয়েছে চতুর আকাশ
তার সাথে যোগ দিয়েছে তার দীর্ঘদিনের প্রেমিকা আধমরা বাতাস
ওরা এখন শাপলা রঙ শাড়ি পড়ে যথেষ্ট বিনয়ী,
মাঝে মাঝে কেবল গুঁড়ি গুঁড়ি আওয়াজ— আমার কাছে মনে হয়
এমন দিন সে-ই তো আমার সত্যিকারের প্রণয়ী!

আজকাল আমি সবকিছুতেই বড্ড ভয় পাই—কাল, সমকাল ওদেরও;
আমি এমন একজন মানুষ শামুক অথবা ঝিনুক
তবুও আমার দিকে তাকিয়ে থাকে শকুন চোখ
আমার চারপাশে অন্ধকার দিন – মাকুরের যেমন তেমন আবাদ
আমি কোনো কিছু বলি না —আমিও ভালো থাকতে চাই নির্বিবাদ!

আমার নিষিদ্ধ শহরে সবাই নীল ঝুটি শালিক, আমিই কেবল অবোধ
এই শহরের সবাই মুখ ঢাকে —বুক পিঠ উদোম রাখে
একদিন অরণ্য আমার শরীর ছিলো—এইসবেই নিজেকে দিই প্রবোধ!

মাঝে মাঝে আমারও অলৌকিক শহর হতে ইচ্ছে করে প্রণয়ীর ডোর
অথচ ভুল করে পাহাড় কেটেছি সমস্ত জীবন ভর —- এখনও
সারারাত অধ্যয়ন শেষেও যে আমি আঁকতে পারি না বালিকার বুক
তবুও অসত্য আগুনে বারবার পুড়ে আমার এ পোড়া মুখ
তবুও শিল্পের নামে সবকিছু স্মরি, তবুও তোমাকে বারবার বলি সরি!!

8 thoughts on “তবুও তোমাকে বারবার বলি সরি

  1. একবার বলি বার বার বলি ,বলি যে লক্ষবার -গানটা মনে পড়ে গেল ।
    কবিতা খুব ভালো লেগেছে । গাঁথুনি স্ট্রং – আঙ্গিক বেশ পরিচ্ছন্ন ।
    শুভকামনা রইলো কবির জন্য ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।