জল আনতে গিয়ে জল যে শুকিয়ে ফেলবো ভাবতেও পারিনি
আজকাল চোখেও খুব কম দেখি, দেখেও যেন দেখিনা বুঝি
দাউদাউ করে জ্বলন্ত মরুহৃদয় ভেজাতে এসেছিল এক বৃষ্টি
তবুও ভুলে যাই অতি সহজে যে চুল্লিতে নিত্যই দিতো জল
তেমনি ভুলে যাই কিছু নাম, কিছু দৃষ্টি, আঁকাবাঁকা ও সমান্তরাল হৃদয়
আসলে পূর্ণিমার চেয়ে শ্যামল জ্যোতিই দুরন্ত ও সূক্ষ্ম অস্ত্র।
Painting: Cameron Bryce Liston
শুভ সকাল আমিন ভাই
ভুলে যাই কিছু নাম, কিছু দৃষ্টি, আঁকাবাঁকা ও সমান্তরাল হৃদয়
আসলে পূর্ণিমার চেয়ে শ্যামল জ্যোতিই দুরন্ত ও সূক্ষ্ম অস্ত্র।
___ ফ্যানটাসটিক দুটি লাইন সংগ্রহে রাখলাম প্রিয় কবি।
চমৎকার কয়েকটি লাইনে মুগ্ধতা।