বিন্তিরিং সময়ের স্টপগ্যাপে আদর হামলে পড়ে
তলপেট মধ্যনাভি অনাবিস্কৃত স্তনবৃন্তে
হরেক ল্যাম্পোস্টের নীচে অন্ধকার কুড়িয়ে নিতে নিতে
রাজবংশী বাঁশি সুর তোলে ঝিংতারা ঝিংতারা
অসংলগ্ন ফুটপাতের কিনারায় পড়ে থাকে অবস্তী মাতাল
মাঝরাত্রির আকাশ তক্ষুনি প্রসব করে গ্যালাক্সির না বলা রূপকথা।
1 thought on “নিজকিয়া -১২”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নিজকিয়া শিরোনাম শব্দটি আমার কাছে অসাধারণ লাগে।
পর পর নয় নিজ নিজ … সেই ই ভালো। নিজের ধারাবাহিক অসাধারণ প্রিয় সৌমিত্র।