কোথাই যে তুই রইলে পরে?

কোথাই যে তুই রইলে পরে?

কোথাই যে তুই রইলে পরে? এমন সুবোধ নন্দন পুরে। যেখানে ছিল মিলে মিশে আদি অন্ত স্বপ্ন ঘ্রাণ। মাঘ ফুরালেই বসন্ত আসে। নদ নদীর ঐ জোয়ারে ভাসে। বর্ষা ফুলে থৈ থৈ জল। বিল ঝিলে ঐ কলমি লতা ভাসে। চন্দ্র মাসে অমাবশ্যা এলে ঝর ঝর বৃষ্টির ঐ বাদল নামে।

খনার বচন মেপে ভুঁইয়ে বীজ দিনু পুঁতে দ্যাখো ঐ মাটি ফুঁড়ে গজিয়েছে চারা মন্ত্র জঁপে জঁপে।

৭ চৈত্র ১৪২৩

7 thoughts on “কোথাই যে তুই রইলে পরে?

  1. বাহ্। অনেক ভালো লিখেছো বন্ধু।
    কখনও তোমার লিখা পড়ে মনে হয় … কী বোর্ড চাপলেই কিছু লিখতে পারো তুমি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আমার অন্তরের ভালোবাসা যেন বন্ধু!!!

      থাক বন্ধু দূর বহু দূর!!!
      বাতাসে বলে দিলেম-https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।