রক্ত মৃত্যু রসায়ন

অব্যক্ত ঘৃণার স্ট্রাটোস্ফিয়ারে
বিধ্বস্ত তুলতুলে হৃদয়।
গামা রশ্মির শিকারে আহত
আত্মরক্ষায় অপটু মন।
পথের প্রান্তে ঠায় দাঁড়িয়ে থাকা
আগাছার দুঃস্বপ্নে দিন কাটে
কখন কি হয়।

মাউনাকিয়ায় চুপটি করে বসে থাকা
দূরবীন ও জানে না,
নত্রাদামের ধুসর পাথরের কথা।
যুগের পর যুগ বরফের আস্তরনে
ডুবে থাকা দিন রাত ও ভয়
পায় লাভা উদগীরণের।
পৃথিবীর শূন্য থেকে যাত্রা
শূন্যতেই বুঝি শেষ।

চিন্তায় টুকরো টুকরো হয়ে যাওয়া,
স্থান, কাল ও বন্য সমাজকে
ডিঙিয়ে যেতে গিয়ে,
ক্ষত বিক্ষত বিষাক্ত কাঁটায়।
নিত্য অনিত্যের ভিড়ে, পুরাণের
কাহিনী ও মিথ্যে হয়ে যায়।

ক্ষত স্থান থেকে চুইয়ে পড়া
রক্তের স্বাদে শুদ্ধ হয়েছে ক্যাকটাস।
শুকনো রুটির টুকরোর সাথে
মৃত্যু মিলেমিশে একাকার।
স্থবির জীবনকে আয়োনোস্ফিয়ার
গ্রাস করতে চেয়েছে বারবার।

16 thoughts on “রক্ত মৃত্যু রসায়ন

  1. কবিতা গল্প অথবা নিবন্ধ … সবখানেই আপনার অসাধারণ পদচারণা।
    অভিনন্দন প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ক্ষত স্থান থেকে চুইয়ে পড়া
    রক্তের স্বাদে শুদ্ধ হয়েছে ক্যাকটাস।
    শুকনো রুটির টুকরোর সাথে
    মৃত্যু মিলেমিশে একাকার।
    স্থবির জীবনকে আয়োনোস্ফিয়ার
    গ্রাস করতে চেয়েছে বারবার।

    অসাধারন !!!

  3. চিন্তায় টুকরো টুকরো হয়ে যাওয়া,
    স্থান, কাল ও বন্য সমাজকে
    ডিঙিয়ে যেতে গিয়ে,
    ক্ষত বিক্ষত বিষাক্ত কাঁটায়।
    নিত্য অনিত্যের ভিড়ে, পুরাণের
    কাহিনী ও মিথ্যে হয়ে যায়।

    সত্যি বলেছেন, দিদি। সব মিথ্যে হয়ে যায়। 

  4. আজকের কবিতা খুব সহজ লাগলো না কবি রিয়া দিদি ভাই। কঠিন লেগেছে। :)

  5. একদম আলাদা মানের কবিতা প্রিয় কবি রিয়া চক্রবর্তী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  6. ক্ষত স্থান থেকে চুইয়ে পড়া
    রক্তের স্বাদে শুদ্ধ হয়েছে ক্যাকটাস।
    শুকনো রুটির টুকরোর সাথে
    মৃত্যু মিলেমিশে একাকার।

     

    * বরাবরের মতই মুগ্ধ করার মতো লেখা…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।