সময়ের খুবই অভাব

হাজার কাজ নয় তবে শত কাজের মাঝে থেকেও সকলের
লেখা পরে যাচ্ছি কিন্তু নিজে লিখতে সময় পাচ্ছিনা আর নিজে
তেমন একটা লেখা লিখতেও পারিনা তাই আগ্রহ একটু কম ।
সবাই ভালো ভালো লেখা পোস্ট করেন আমার মত অনেক লেখা
পাগল আছে যারা ঠিকই আপনাদের লেখা পড়বে ।

রাসেল মিয়া সম্পর্কে

মোঃ মাসুদ পারভেজ মিয়া ( রাসেল )। রাসেল নামেই আমি বেশী পরিচিত এবং এটাতেই বেশী ভালোলাগে আমার। ছোট থেকেই লিখতে ভালো লাগে না আমার তাই কখনও চেষ্টাও করি নাই লেখক হবার। তবে লেখা পড়তে আমার খুব ভালো লাগে বিশেষ করে যখন একা থাকি তখনই সবার লেখা পড়েই বেশীর ভাগ সময় কাটে। তবে গানও শুনি বিশেষ করে আধুনিক গান বেশী শুনি ... লেখা পড়া বেশী করতে পারি নাই ... বি এ কমপ্লিট করবার পরে মাথায় এক ধরনের ঝিঁঝিঁ পোকার আবাস স্থল তৈরি হয় যার কারনে পরবর্তী ধাপ অতিক্রম করা হয়নি। চেষ্টা করি সবার সাথে তাদের মত করে চলতে কিন্তু মানুষ বলে তো কথা; সবার মত হতে পারিনা। কারো থেকে ভালো আবার কারো থেকে অনেক খারাপ। এখন চিন্তায় আছি খারাপের সাথে আর কোন সম্পর্ক রাখবো না।

8 thoughts on “সময়ের খুবই অভাব

  1. খুবই সুন্দর বলেছেন আপনি মি. রাসেল মিরাজ। শত কাজের মাঝে থেকে সকলের লেখা পড়ে যাচ্ছেন। এটি একটি ভালো দিক। তবু আমি বলবো, পড়ার পাশাপাশি ইচ্ছে করলে অন্যদের লিখায় ছোট ছোট দুই একটি উৎসাহব্যঞ্জক মন্তব্য যদি দিতেন বা দেন সেই লিখকও কিন্তু উদ্বুদ্ধ হতেন। :)

    1. ধন্যবাদ…. চেস্টা করতেছি সবার লেখায় উৎসাহমূলক মন্তব্য করতে

  2. দীলখুশ মিঞার পক্ষ থেকে আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    হাই হ্যালো।

    আপনার চারপাশে ঘটে যাওয়া মানবিক /অমানবিক ঘটনা, দেশে বিদেশের রাজনৈতিক / সামাজিক ঘটনা, কোন একটি ভাল বই পড়েছেন, কিংবা শব্দনীড়ের কারো লেখা ভাল লেগে থাকলে, কারো কোন লেখায় আপনি ভিন্ন মত পোষণ করে থাকলে লিখে ফেলুন না আপনার মতো করে, একটু গুছিয়ে নিন প্রয়োজন হলে এডিট করে নিন। পোষ্ট করুন শব্দনীড়ে।

    ব্লগ মানেই আপনার মুক্তচিন্তাকে প্রকাশের মাধ্যম। আপনার চিন্তার যুক্তিবাদী অংশটুকু লিখিত আকারে প্রকাশের মাধ্যম ব্লগ।

    আর দেরি কেন, কেন দ্বিধা দ্ধন্ধ লিখে ফেলুন। পোষ্ট দিন। অন্যের পোষ্টে মন্তব্য করুন, অন্যের নিজের উজ্জ্বল ভাব মূর্তি তৈরি করুন।

    আপনার কল্যাণ হোক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।