ডেঙ্গু জ্বর

লোক লোকালয়ে ছড়াচ্ছে জ্বর,
ডেঙ্গু মহা ত্রাস।
দিন দুপুরে এডিস মশা,
চালাচ্ছে সন্ত্রাস।
সচেতনতা খুবই জরুরী,
যেন সবাই সজাগ রয়।
আস্তাকুড়েই বিনাশ করতে
যেন সচেষ্ট হয়।
হঠাৎ করেই উচ্চ জ্বর
মাথা ব্যাথা সাথে।
জোড়ায় ব্যাথা পেশী ব্যাথা,
ব্যাথা চোখের পিছনটাতে।
ক্লান্তি,বমি,র্য্যাশ
জ্বরের পরেই হয়।
ক্ষেত্র বিশেষে রক্তপাত
জটিলতর হয়।
প্রথমবারে ফ্লু বলে
ভ্রমে মনে হয়।
দ্বিতীয়বার ডেঙ্গু হলে
অনেক প্রকট হয়।
ডেঙ্গু হেমোরেজিক ফিবার
যাকে ডেঙ্গু শক সিন্ড্রম কয়।
লিভার,লিম্ফ,ব্লাড ভ্যাসেলের
মারাত্মক ক্ষতি হয়।
পরিত্রাণে সবার আগে
মশারী ব্যবহার চাই।
মশক নিধনে যা করনীয়
সবই করা চাই।
ঔষধপাতি,পথ্য,বিশ্রামে
চাই সঠিক নিয়ম মানা।।
ডেঙ্গু জ্বরে হোমিও ঔষধ
নাক্স,ইউপেটো,আস,বেলাডোনা।‍‌

2 thoughts on “ডেঙ্গু জ্বর

  1. কবিতাটি পড়লাম আপা। আমি যে ভালো লিখেন তাতে কোন সন্দেহ নেই।
    এটি একটি ভালো দিক যে পুনরায় আপনার লিখা গুলোন শব্দনীড় এ একত্রিত হচ্ছে।

    এনিওয়ে … গতকালের ফোনালাপটা আপনার সাথে সঠিক ভাবে হয়নি।
    আমি অপ্রস্তুত ছিলাম। সরি। :)

    1. সালাম,
      সত্যি জমা করতে পেরে স্বস্তি পাচ্ছি অনেক কৃতজ্ঞতা
      (অনেক কিছু হারিয়ে গেল কপি রাখি নাই বলে)
      https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shy.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।