চুল তার কবেকার

চুল তার কবেকার
অন্ধকার বিদিশার নিশা।
কুচ কুচে কালোমেঘ
যেন ঘোর অমানিশা।
যত্ন আত্তি কত,
সারা দিনমান।
আমলকি হরিতকি
কত কি যে শান।
কবির বন্দনা তুমি,
প্রেমিক হারায় দিশা।

2 thoughts on “চুল তার কবেকার

  1. প্রয়াশ ভালো লেগেছে। পাশাপাশি এটাও মনে হয়েছে … লিখাটি আর কিছুটা পথ এগুলে পরিপূর্ণতা আসতো। যাই হোক অনেকদিন আপনার লিখার সাথে দেখা হয়না। আপনাকে মনে পড়ে আপা। আশা করবো সুস্থ্য আছেন। ধন্যবাদ। :)

  2. অনেককাল পর দিদি'র লেখা পড়লাম। আমারও মনে হলো লেখা সম্পূর্ণ হয়নি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।