মুভি রিভিউ: প্রাক্তন

‘তুমি যাকে ভালবাসো তার সবটা নিয়ে ভালবাসবে। তার ভালটাকে ভালবাসবে আর খারাপটাকে বাসবে না তাতো হয় না। আমি অতীতটাকে যেমন নেব, বর্তমানকেও নেব, ভবিষ্যতটাকেও ভালবাসবো। আমার কাছে এডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় দিদিভাই। আমার কাছে এডজাস্টমেন্ট মানে হল সুন্দর করে বাঁচা। তুমি কিছু দাও জীবন তোমাকে দু’গুন করে ফিরিয়ে দেবে।’

পুরো সিনেমার সারমর্ম এই ক’টা লাইন দিয়েই বলা যায়। এক সাথে চলতে চলতে, বাস্তবতা সামনে এসে দাঁড়ালে আমাদের ইগো, আমাদের জেদ, মানিয়ে বা মেনে না নেয়ার মানসিকতা যে বিশুদ্ধ ভালোবাসার মাঝেও ধীরে ধীরে ফাটল ধরায় ‘প্রাক্তন’ সে গল্পই বলে।

২৪ঘন্টার ট্রেন জার্নিতে কথার ফাঁকেফাঁকে দেখা মেলে ফাটল ধরার টুকরো দৃশ্যগুলোর। সে দৃশ্যগুলো অচেনা কিছু নয়। মিলে যাবে আমাদের অনেকের জীবনের সাথে। দেখা যাবে ভালোবাসা থাকা সত্ত্বেও বিয়ের আগের জীবনের সাথে বিয়ের পরের জীবনের এক্সপেক্টেশান গ্যাপ, চাকরিজীবি স্ত্রী এর সামনে উপযুক্ত শিক্ষিত হবার পরও কখনো কখনো স্বামীর হীনমন্যতায় ভোগা, জীবনের কঠিন সময়ে ব্যস্ততার অজুহাতে আপনজনকে কাছে না পাওয়ার হাহাকার – আর্তনাদ আর আস্তে আস্তে দুরত্ব বেড়ে চলার দৃশ্যের।তাই দেখতে গিয়ে কেউ হয়ত আনমনা হয়ে ভাবতে পারে ‘আমাদের সম্পর্কে আমি ঠিক আছি তো! কিংবা আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি!’

সুন্দর দাম্পত্যে ভালবাসার সাথে থাকা চাই দু’জনের প্রতি শ্রদ্ধা, চাই ছাড় দেবার মানসিকতা, অপরকে বুঝতে চাওয়া, অন্যের জীবনবোধ সম্পর্কে পরিস্কার ধারনা। ব্যস্ততার মাঝে চাই নিজেদের জন্য আলাদা কিছু সময়, কিছু পরিকল্পনা। কখনো তাই মিটিং ক্যান্সেল করতে হয়, মোবাইল ফোনের সুইচ অফ রাখতে হয়, সব কিছু এড়িয়ে পাশে থাকতে হয়। সব সম্পর্কের যত্ন নিতে হয় তা না হলে একসময় তা ভেঙ্গে পড়ে।

‘বেলাশেষে’র মত অতটা না হলেও সময়টা একেবারে মন্দ কাটেনি ‘প্রাক্তন’ এর সাথে। আর কিছু না হোক নিশ্চিত ভাবে বলা যায় গানগুলো মনে গুনগুন করবে অনেকদিন!

10 thoughts on “মুভি রিভিউ: প্রাক্তন

  1. যা প্রক্তন হয়ে গেছে তা নিয়ে আর মাথা ঘামাবার সময় নাই আফা!

    1. মাথা না ঘামাইলে বর্তমানও যে কার কখন প্রাক্তন হইয়া যায় তা কে বলিতে পারে!

  2. বেলাশেষে’র পরে প্রাক্তন মুভিটি আমার কাছেও অসাধারণ লেগেছে।

    youtu.be/rMJPxLAjuXU

    ‘এডজাস্টমেন্ট মানে হল সুন্দর করে বাঁচা।
    তুমি কিছু দাও জীবন তোমাকে দু’গুন করে ফিরিয়ে দেবে।’

    1. মন্তব্যের জন্য ধন্যবাদ।
      ছুটির দিন ভাল কাটছে আশাকরি।

      1. দিন ভালো কেটেছে শ্রদ্ধেয় নীল সঞ্চিতা। ধন্যবাদ। :)

  3. youtu.be/MyjZoFVfFug

    যারা দেখেন নি তাঁরা পুরো মুভিটি ডাউনলোড অথবা সরাসরি দেখে নিতে পারেন।

  4. আপনার রিভিউ ভাল লেগেছে। ইদানিং বাংলা ছবি দেখছি ইউটিইবে … এই ছবিটি আমার কাছে তেমন ভালো লাগে নি।
    প্রায়ই একই রকমের কাহিনী নিয়ে “পুনশ্চ” ছবিটি ভালো লেগেছে।

    youtu.be/bWzrKqhDROo

    1. পুনশ্চ আমি দেখেছি। রুপার অভিনয় অসাধারণ ছিল। ভাল লেগেছে। তবে প্রায় একি রকমের কাহিনী বলা যাবে না কোন ভাবেই।
      ভাল থাকবেন।

  5. প্রাক্তন ছবিটা প্রাক্তন হয়ে গেল। মানে আমি দেখিনি।
    আপনি যখন দেখে একটা রিভিউ দিলেন তাতে আম জনতা দেখার একটা আগ্রহ পাবে। আরেকটা বিষয়, শব্দনীড়ে গতানুগতিক কবিতার বাইরে গিয়ে পোস্টে যে বৈচিত্র এনেছেন তাতে আমরা আনন্দ পেয়েছি।
    অজস্র ধন্যবাদ নেবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।