যাবার সময় হলে

কোথাও যাবার কথা হলেই আমার ট্রেনের কথা মনে হয়
এবং টিকেটচেকারের বিষাদমগ্ন আঙ্গুলে ধরা টিকেটের কথা।
এক কামরাভরা যাত্রী,
সদ্য স্বজন ফেলে আসা বিরহব্যথা;
ইঞ্জিনের ঝিক ঝিক ঝিক বাজনার মন আনচান করা কোরাসে
সম্মিলিত বিষন্নব্যথা বেজে ওঠে।

পূর্বতন ভ্রমণের নস্টালজিক স্মৃতিমন্থনের সাথে দুলতে দুলতে
আমরা এক নিরূপিত গন্তব্যের দিকে ছুটে যাই।

শেষ হুইসেল বেজে ওঠার সাথে সাথে
আসন্ন একাকীত্বের যন্ত্রণাব্যাকুল
প্লাটফরমের হৃদয়মথিত দীর্ঘশ্বাসের কথা মনে হয়।

4 thoughts on “যাবার সময় হলে

  1. শব্দ এবং বোধনের যে অপূর্ব সমন্বয় … আপনার লিখায় পাওয়া যায়।
    অভিনন্দন এবং সালাম জানবেন আপা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।