দেয়ালের পলেস্তেরায় নখের দাগ
কচিহাতে লেখা এবিসিডি
কোন শৈশব পরিস্ফূটিত এখনো দেয়ালে দেয়ালে
পেটের ভেতর তামাম শরীর বেড়েছে ক্ষুধার মতো
শৈশব কি বেড়াতে গেছে?
আজ তবে রবিবার, —
ছুটির দিন একটা কণার সুখ
কণা কি বস্তু?
মৃত্যুর মতো বেদনাদায়ক রূপান্তরের মুখোমুখি হচ্ছে শুধু?
বস্তু’র নানা স্তর আছে
সুক্ষ্ণ তারের সাথে জড়িয়ে যা কেবল উস্কানি দেয়
এই তার জীবনের, এই শক্তি যন্ত্রণার।
আজ রবিবার, অবসরে ভাববার অখন্ড মনোযোগী সময়
দেয়াল ধুয়ে গড়িয়ে যাবে আজ সব ছায়া
মূলতঃ কণাবিহীন বস্তুরা একত্রিত হবে
অবিভাজ্য সম্পর্ক নিয়ে তর্ক জমবে শরীর আর মনের
সুক্ষ্ণ নখ স্থুলকে বধির করে রাখবে
শৈশবের ছায়াগুলো ছিল সত্যিকারের বস্তু নিরেট।
তুবা আপা তোমাকে সালাম জানাই সুন্দর লিখার জন্য।
ওয়ালাইকুম আসসালাম
লিখা গুলোন এমন মায়াভরা লিখেন যে পাঠক হিসেবে আমি মুগ্ধই হই।
আশা করবো আপনার লিখা যেমন পাঠক পড়েন; সম্ভব হলে মন্তব্যও করেন …
ঠিক তেমনি শব্দনীড় আপনারও সাহচর্য প্রত্যাশা করে। ব্লগিং হোক আনন্দের।
আমি ব্লগিং ব্যাপারে একটু আনাড়ি। তারপরও চেষ্টা করি সময় দিতে। আশা করি ভুল বুঝবেন না। ভালো থাকুন।
শুভেচ্ছা নিন কবি। কবিতায় মুগ্ধতা জানাচ্ছি!
আপনাকেও জানাই শুভেচ্ছা।
কবিতায় মুগ্ধ হলাম
অসংখ্য ধন্যবাদ।