যদি বেঁচে থাকি
কাল কথা হবে।
এই ঘন কালো
পেরোই আগে।
শ্বাপদেরা রাস্তায়
শিকারে এখন।
অন্ধকার মাথা নাড়ে
ঝাঁকড়া চুল ওড়ে।
কনডেমড সেলে
দেওয়ালে তারিখচিহ্ন।
কাল কাকডাকা ভোরে
নির্দ্ধারিত ফাঁসি।
যদি বেঁচে থাকি
কাল কথা হবে।
যদি বেঁচে থাকি
কাল কথা হবে।
এই ঘন কালো
পেরোই আগে।
শ্বাপদেরা রাস্তায়
শিকারে এখন।
অন্ধকার মাথা নাড়ে
ঝাঁকড়া চুল ওড়ে।
কনডেমড সেলে
দেওয়ালে তারিখচিহ্ন।
কাল কাকডাকা ভোরে
নির্দ্ধারিত ফাঁসি।
যদি বেঁচে থাকি
কাল কথা হবে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
যদি বেঁচে থাকি কাল কথা হবে। শুভ সকাল প্রিয় সৌমিত্র।
নিশ্চয়ই প্রিয় ভাই দেখা হবে নিশ্চয়ই। ভালোবাসা।
কাল কথা হবে, আজ আসি তবে। কাল কথা হবে দাদু তোমার লিখা ভালো লাগলো।
আহা শাফি ভাই। আপনার ভালো লাগার অক্ষর আছে অথচ আপনি নেই।
আশা করি ফাঁসি হবে না শ্রদ্ধেয় কবি দাদা। অবশ্যই কাল দেখা হবে, কথাও হবে।
এই তো হয়ে গেলো কবি নিতাই বাবু। ভালোবাসা।
নিরাপদে থাকুন কবি সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ কবি সুমন আহমেদ ভাই। ভালোবাসা।
বেশ ভাবনাময় কবি দা
কি ভাবনাময় কবি আলমগীর লিটন ভাই !!
হেহেহে। 
যদি বেঁচে থাকি
কাল কথা হবে। এর পর আর কিছু বলার থাকে না ।
সবর্ত্রই ভালো থাকুন এই শুভ কামনা করি প্রিয় দা।
আপনিও ভালো থাকুন কবি পথিক ভাই। ভালোবাসা।
সুন্দর কবিতা।
ধন্যবাদ কবি বোন শাকিলা তুবা।