মেঘলা ক্ষরণ

হিংসা দেখেছি সুনামি আর নাফ নদীর মতো
ধ্বংস দেখেছি ভূমিকম্পন আর হিরোশিমার মতো-
ভালোবাসা দেখেনি জ্যৈষ্ঠমাসের আম জাম কাঁঠাল
স্বার্থহীন দেখেনি দুধে ভেজা রসফলের ভাত।

তবে কি বাস্তবতার গাঁয়ে কাল্পনিক অভিনয়-
বেঁচে থাকার নামে দেখছি শ্বাসরৌদ্র ইটভাটার পরিচয়!
কুয়া পাথরের ক্ষয় হয় ওখানেই ভয় হয় না পরাজয়;

এখনো দেখছি ভালোবাসার রক্তমোক্ষণ
আর হিংসাক্রোধের শুধু যে জয়ের মেঘলা রোদন-
এতোপর দেখি সমুদ্র ঢেউয়ে, দু’য়ে ভাসার বারণ।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “মেঘলা ক্ষরণ

  1. এখনো দেখছি ভালোবাসার রক্তমোক্ষণ
    আর হিংসাক্রোধের শুধু যে জয়ের মেঘলা রোদন-
    এতোপর দেখি সমুদ্র ঢেউয়ে, দু’য়ে ভাসার বারণ।

    ___ এমনই বুঝি জীবন। শুভেচ্ছা প্রিয় কবি মি. সরকার।

  2. হিংসা ধ্বসের কারণ, হিংসা করতে বারণ। হিংসায় রক্ত ক্ষরণ, হিংসা করতে বারণ। দারুণ লিখা । ম্যাসেজ অনেক গুরুত্বপূর্ণ। সম্ভবতঃ লেখক সেদিনের পুরোনো দাদু আলমগির। দোয় র’লো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. বেঁচে থাকার নামে দেখছি শ্বাসরৌদ্র ইটভাটার পরিচয়!
    কুয়া পাথরের ক্ষয় হয় ওখানেই ভয় হয় না পরাজয়;https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif
    দারুন লিখেছেন
    শুভকামনা থাকলো।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।