পানির হাহাকার
জড় জীবের আসন্ন মরু বাস।
বাঁধ তো নয়,
দিয়েছে গলায় ফাঁস।
তিস্তা নিয়ে ইতস্তত
করছে যখন সবাই।
ন্যায্য পানির হিস্যা পেতে
করে যাচ্ছে লড়াই।
মমতাময়ীর মমতাকি
গড়াবে আশ্বাস ?
6 thoughts on “পানিই জীবন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
পানির হাহাকার
জড় জীবের আসন্ন মরু বাস।
বাঁধ তো নয়,
দিয়েছে গলায় ফাঁস।
তিস্তা নিয়ে ইতস্তত
করছে যখন সবাই।
ন্যায্য পানির হিস্যা পেতে
করে যাচ্ছে লড়াই।
মমতাময়ীর মমতাকি
গড়াবে আশ্বাস ?
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ন্যায্য পানির হিস্যা পেতে আমরা যেন আজীবনই লড়াই করে চলেছি।
চিঠির পত্র ৭ শিরোনামীয় পোস্টে মি. খেয়ালী মন আপনার কবিতার উত্তর দিয়েছেন। পড়ন। শুভ সকাল এবং সালাম জানবেন আপা। ধন্যবাদ।
সালাম
আমরা যেন আজীবনই লড়াই করে চলেছি।
অধিকার ছিনিয়ে আনতে হয়
তাই মনে হয় লড়াই করেই যেতে হবে আদায় হওয়াতক…..
পড়লাম


সুন্দর প্রতিউত্তর
তিস্তা নিয়ে ইতস্তত
করছে যখন সবাই ‘
অল্প কথায় বিশাল বড় এবং সুন্দর প্রকাশ। দোয়া র’লো।
সালাম
কালক্ষেপন….
ভালো লাগলো মন্তব্যে
শুভকামনা সবসময়..
পানির বেলায় আর মমতা নেই।
না হলে মন,বন সব মরুভূমি….
শুভ হোক