স্রষ্টার প্রতি সৃষ্টির
আনুগত্যই প্রধান।
শুধু দাসত্ব করার জন্যই
সৃষ্টি করেছেন জ্বীন,ইনসান।
জীব,জন্তু, গাছ,সাগর,নদী,চাঁদ,সুরুজ
তামাম দুনিয়া জাহান।
প্রত্যেকেরই কালেমা আছে,
জপ করে দিনমান।
অঙ্গিকার নিয়েছেন সব রূহ থেকে
লা শারিক আল্লাহ,তিনিই মহান।
4 thoughts on “তিনিই মহান”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মহান রাব্বুল আলামিন সর্বশক্তিমান এবং তিনিই বড় ক্ষমাশীল। আমীন।
মহান রাব্বুল আলামিন সর্বশক্তিমান এবং তিনিই বড় ক্ষমাশীল।
ক্ষমা ও নাজাত কামনা করি ,আমীন।
লিখায় আছে অপূর্বতা। আমি নিয়ে থাকলাম মুগ্ধতা।
মহান রাব্বুল আলামিন সর্বশক্তিমান
তিনিই মহান।
সালাম ও শুভকামনা