সবুজ শ্যামল পাতায় ঘেরা ,
শান্ত আমার বাংলা মা।
বুক জুড়ে তার অমৃতধারা ,
নেই যে উপমা।
ফুলে ফলে ভরিয়ে তোলে,
প্রাণের সুষমা।
কোল জুড়ে তার হাজার মানিক,
খোদার মহিমা।
সকল দেশের সেরা সে যে ,
আমার বাংলা মা সুন্দরী পরমা।
4 thoughts on “বাংলা মা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভেচ্ছা এবং শুভ সকাল আপা। সালাম জানবেন।
সালাম,
ছবিটা খুব সুন্দর…
শাশ্বত বাংলার শ্যামল মুখ….
মনোরঞ্জক লিখা প্রিয় কবি।