শিলালিপি

ভালো আছি কথাটা বলা যত সোজা
আসলে থাকাটা ততই দুরূহ ;
আলোকবর্ষ মাড়িয়ে মৃত্যু উপত্যকা
ক্রমশ: ঘনীভূত হয়ে আসে।

অস্তিত্বহীনতার অস্তিত্বে রচিত হয়
কুয়াশাঘন মিথ্যের বেড়াজাল ;
অবিন্যস্ত কিছু খোলা পাতায়
তাও মুদ্রিত থাকে প্রাচীন শিলালিপি।

4 thoughts on “শিলালিপি

  1. সুন্দর লিখা। নন্দিত শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. এত ভালো লাগার জন্য আমি আপ্লুত বন্ধু |

  2. “অস্তিত্বহীনতার অস্তিত্বে রচিত হয়
    কুয়াশাঘন মিথ্যের বেড়াজাল”

    বাহ্, কী ‍সুন্দর করে বলা। ভালো লাগল অনেক

  3. অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্যের জন্য |

মন্তব্য প্রধান বন্ধ আছে।