অবলার সম্যনীতি

রসগাছের ডালপালা মাথায় সুখ দুঃখের বড় অবলায়
কে চিনে- কে বুঝে –সেই তো ধবলা রঙে রাঙায় !
পোড়া কাঠে বাহারি গন্ধ গায়ে সোনামুখে ঝিলিক-
অবলা কয় ধবলারে শুধু শিসা তামার কি দিলে ক্লীক;

রাখবো কথায় সবিই যে বন্যা ভাসার কায়া-
নোনা জলে সাঁতারকাঁটে মায়ার জালে ছায়া;

হুর্ উমবা রূপবতি কি দেখো দার্পনে, নাইরে এতটুকু গতি-
ধূসর ধবলা রে ভাঙ্গে যদি পাজর তবু চাও কেনো সম্মগীতি !
এই কেমন ডালপালা আর মাথা জুড়ে এই কেমন অসঙ্গতি-
হয়ে যাক না অবলার গায়ে পাড়া উঠানে রোজ সম্যনীতি।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “অবলার সম্যনীতি

  1. সুন্দর প্রিয় কবি মি. সরকার। সম্যনীতি শব্দটি কি সাম্যনীতি হবে !! জানাবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।