রঙ নাম্বার -৪

রিক্সা করে একটি মেয়ে যাচ্ছিল
বারে বারে আমার দিকে চাচ্ছিল
ঘটবে কি না ঘটবে ভেবে
বুকটা আমার নাচছিল

একটু দূর যাওয়ার পরে
আসল ফিরে রিক্সা করে
আমার বুকের ধুকপুকানি
শুনতে সবাই পাচ্ছিল

সামনে এসে নামল মেয়ে
ভাল করে আবার চেয়ে
বলল শুনুন ভায়া
রাস্তাঘাটে মেয়ে দেখলে
থাকতে হবে চায়া
দেখে লাগে ভদ্র ছেলে
নজর কেন এমন
চক্ষু দিয়ে গিলে খাবেন
গুণ্ডা গলির যেমন
শুনুন ভায়া এমন নজর
দেখতে আবার পেলে
চুলের কাটার পিন ঢুকিয়ে
চক্ষু দেবো গেলে
ছেড়ে দিচ্ছি এবার আমি
করে দিচ্ছি মাফ
পরেরবার ক্ষমা নাই
বলে দিচ্ছি সাফ
বলতে গেলাম আমি কিছু
বেরুলো না স্বর
বেকুব হয়ে ঘরে ফিরি
গায়ে প্রবল জ্বর…

3 thoughts on “রঙ নাম্বার -৪

  1. আহা বেশ বেশ বেশ

    (বচ্চালোক তলিয়া বাজাও)

    আপনার ভাল হোক।

  2. রিক্সা করে একটি মেয়ে যাচ্ছিল
    বারে বারে আমার দিকে চাচ্ছিল
    ঘটবে কি না ঘটবে ভেবে
    বুকটা আমার নাচছিল

    দারুন !https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।